ইংল্যান্ডকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশ যুবাদের

প্রকাশ : ২৩ জুলাই ২০১৯, ১২:৩২

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে তানজিম হাসান সাকিবের আগুন ঝরা বলিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের যুবারা।

২২ জুলাই (সোমবার) উস্টারশায়ারে ইংলিশদের ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ইংলিশরা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে তারা। শুরুটা ভালো করেও রানআউটের শিকারে ওপেনিং জুটি ভাঙে ইংল্যান্ডের। দুই ওপেনার ডান মাউসলি ও টম ক্লার্ক ওপেনিং জুটিতে ৪৯ রান তোলেন। ব্যক্তিগত ২০ রানে দশম ওভারে রানআউট হয়ে ফেরেন মাউসলি। এরপর যাওয়া-আসার মিছিল শুরু হয় ইংলিশদের। পরের ৩৮ রান তুলতেই হারিয়ে ফেলে ৫ উইকেট। এর মধ্যে ৩ উইকেট নিয়ে ইংলিশদের ব্যাটিং-মেরুদণ্ডে আঘাত হানেন জুনিয়র সাকিব।

ইংল্যান্ডের স্কোর ২০০ পর্যন্ত নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তাদের সপ্তম উইকেট জুটি। এ জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন লুইস গোল্ডওয়ার্থি এবং ক্যাসে অলরিজ। ১১১ রানের জুটি গড়েন তাঁরা। শেষ ওভারে অলরিজকে বোল্ড করেন সাকিব।

বাংলাদেশের হয়ে জুনিয়র সাকিবের দারুণ বোলিংয়ে স্বচ্ছন্দে এগোতে পারেনি স্বাগতিকেরা। ১০ ওভারে ৪৯ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। ১টি উইকেট নিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী এবং রান আউট হয়েছে বাকি দুই উইকেট।

যুবা ইংলিশদের দেয়া ২০১ রানের লক্ষ্য তারা করতে নেমে ৩৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে একেবারে হেসেখেলেই জয় তুলে নিয়েছে বাংলাদেশের যুবারা।

অবশ্য রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ১১ রানেই ফিরে যান ওপেনার তানজিদ হাসান। ওয়ান ডাউনে আসা মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৪৭ রানের জুটি গড়েন ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল। দলীয় ৫৮ রানে ফিরে যান নাবিল (১৪)। স্কোরবোর্ডে আর ১৪ রান উঠতেই জয়ের ফিরে যাওয়া ব্যক্তিগত ৩৬ রানে। এরপরে ক্রিজে খুঁটি গেড়ে বসেন হৃদয় ও শাহাদাত। ১১৪ রানের জুটি গড়ে ম্যাচটাকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান। দলীয় ১৮৬ রানে শাহাদাত আউট হলে বাকি পথটা অধিনায়ক আকবর আলিকে সঙ্গে নিয়ে পাড়ি দেন হৃদয়।

ইংলিশদের হয়ে আলদ্রিজ ২টি, কিম্বার ও মোরলি ১টি করে উইকেট নেন।

বাংলাদেশের এই জয়ে টানা দুই ম্যাচ হারল ইংল্যান্ড। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষেও হেরেছিল স্বাগতিকেরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত