বেলকে দলের বোঝা মনে করছি: জিদান

প্রকাশ : ২২ জুলাই ২০১৯, ১৯:০৩

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান বলেন, ‘বেল কালই চলে গেলে আমার এবং ক্লাবের জন্য ভালো হবে। বেল চলে গেলে সবচেয়ে বেশি খুশি হব আমি। কারণ বেলকে দলের বোঝা মনে করছি।’

গত ২০ জুলাই (শনিবার) ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ গোলে হেরে যায় রিয়াল। এই ম্যাচ শেষে সাংবাদিকদের একথা জানান জিদান।

তবে হেরে যাওয়া ম্যাচে বেলকে মাঠে নামাননি জিদান। ম্যাচের পর ৩০ বছর বয়সী ওয়েলস ফরোয়ার্ডের না খেলা নিয়ে তিনি বলেন, ‘বেল খেলেনি। কারণ সে চলে যাওয়ার খুব কাছাকাছি। আশা করি, সে দ্রুত চলে যাবে। সবার জন্য তা ভালো হবে। একটা সময় আসে, যখন সব শেষ হয়ে যায়। আর এটা হতেই হয়।’

সূত্রগুলো ইএসপিএনকে নিশ্চিত করেছে, বেলকে নেয়ার জন্য ম্যানচেস্টার ইউনাইটেড চেষ্টা করছে না। স্পেনের দৈনিক মার্কা জানিয়েছে, বেলের সাবেক ক্লাব টটেনহ্যাম তাকে ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছে।

২০২২ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি বেলের। গত মৌসুমে দলের হয়ে ৪২ ম্যাচ খেলেন। ২১ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। চোট সমস্যায় গত চার মৌসুমে লা লিগায় সম্ভাব্য ১৫১ ম্যাচের মধ্যে মাত্র ৭৯ ম্যাচ খেলেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত