ভারতে এবার মুরালিধরনের বায়োপিক

প্রকাশ : ২২ জুলাই ২০১৯, ১৬:৫৭

মুত্তিয়া মুরালিধরন মানেই স্পিনের ভয়ংক জাদুকর। এই জাদুকর হচ্ছেন শ্রীলঙ্কান স্পিন কিংবদন্তি। এবার এই কিংবদন্তিকে নিয়েই  বায়োপিক বানাচ্ছে ভারত। যদিও এর আগে এম এস ধোনি থেকে শুরু করে মোহাম্মদ আজহারউদ্দিন, মেরি কম, মিকা সিংয়ের মতো চরিত্র নিয়ে এরই মধ্যে রুপালি পর্দায় এসেছে জীবনীভিত্তিক সিনেমা।

দক্ষিণের তামিল অভিনেতা বিজয় সেতুপতির মুরালিধরনের চরিত্রে অভিনয় করার কথা রয়েছে। তবে তিনি বর্তমানে নতুন তিনটি সিনেমায় অভিনয়ের কারণে ব্যস্ত থাকায় চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না। প্রাথমিক পর্যায়ে সিনেমার নাম ঠিক করা হয়েছে ‘৮০০’।

১৯৭২ সালে ক্যান্ডিতে জন্মগ্রহণ করেন মুরালিধরন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৯২ থেকে ২০১১ সাল পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে খেলেছেন এই কিংবদন্তি। ১৩৩ টেস্ট, ৩৫০ ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলে মোট ১,৩৪৭টি উইকেট নেন। এর মধ্যে টেস্টের পাওয়া ৮০০ উইকেট নিয়েই হচ্ছে এই বায়োপিক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত