শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশই ফেভারিট: মোসাদ্দেক

প্রকাশ : ১৮ জুলাই ২০১৯, ১৯:০০

সদ্য শেষ হয়েছে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ। এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে বেশি বাউন্ডারি হাঁকানোয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত শিরোপা চ্যাম্পিয়ন হয়েছে ক্রিকেটের জনক স্বাগতিক ইংল্যান্ড। তবে পয়েন্ট টেবিলের ৮ম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ এবং ৬ষ্ঠ স্থানে থেকে শেষ করেছে শ্রীলঙ্কা।

চলতি মাসের শেষের দিকে শ্রীলঙ্কায় বাংলাদেশকে নিয়ে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইতিমধ্যে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল এবং অনুশীলনও শুরু করেছেন তারা। যদিও র‌্যাঙ্কিয়ে বাংলাদেশের থেকে এগিয়ে লঙ্কানরা। তবুও খেলার মানের দিক থেকে ফেভারিট বাংলাদেশ। এমনটাই মনে করছেন বাংলাদেশের তরুন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।

মোসাদ্দেক বলেন, ‘ব্যাটিং-বোলিং দুটি বিভাগেই ভালো অবস্থানে আছি। অভিজ্ঞতার কথা চিন্তা করলেও আমরা ভালো জায়গায় আছি। এ জায়গায় সব সময়ই বিশ্বের অন্য দলগুলোর তুলনায় এগিয়ে থাকি (ওয়ানডেতে)।’

এ সিরিজে বাংলাদেশকে এগিয়ে রাখলেও স্বাগতিকরাও খুব একটা পিছিয়ে নেই বলে তরুণ এই অলরাউন্ডার বলেন, ‘বিশ্বকাপের আগ থেকেই আমাদের ব্যাটসম্যানরা সবাই ভালো ছন্দে আছে। ব্যাটিংয়ে আমরা খুব ভালো করেছি বিশ্বকাপে। কোনো দলকে ছোট করে দেখতে চাই না। শ্রীলঙ্কাও খুব পিছিয়ে নেই, তারাও ভালো অবস্থানে আছে।’

তবে সব মিলিয়ে দারুণ একটা জমজমাট সিরিজ আশা করছেন কোটি ভক্তরা। টাইগার ভক্তের আশা, দুর্দান্ত খেলেই সিরিজ জিতবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত