মেসি ফুটবলের প্রিয় মুখ: গ্রিজম্যান

প্রকাশ : ১৭ জুলাই ২০১৯, ১৯:১১

আঁতোয়া গ্রিজম্যান বললেন, ‘লেব্রন জাতীয় বাস্কেটবলের মুখ, এবং আমার জন্য মেসি ফুটবলের প্রিয় মুখ। কারণ তার এমন কিছু আছে যা অন্যদের নেই। আমরা এমন প্রতিভা ৩০ বছরে একবারই দেখি। আমার জন্য, সে (মেসি) নাম্বার ওয়ান। জেমস লেব্রন যেমন বাস্কেটবলের আদর্শ তারকা, তেমনি মেসিও।’

১৬ জুলাই (মঙ্গলবার) বার্সেলোনা মিডিয়াকে একথা বলেন ২৮ বছর বয়সী বিশ্বকাপজয়ী ফরাসি তারকা গ্রিজম্যান।

গত ১২ জুলাই (শুক্রবার) অ্যাথলেটিকো মাদ্রিদকে রিলিজ ক্লজ ১২০ মিলিয়ন ইউরো পরিশোধ করে গ্রিজম্যানকে দলে নেওয়ার ঘোষণা দেয় বার্সেলোনা। ৫ বছরের চুক্তিতে রাজি হয়েছেন গ্রিজম্যান। ৩০ জুন ২০২৪ পযর্ন্ত কাতালান ক্লাবটিতে থাকবেন তিনি। বার্সাতে তার রিলিজ ক্লজ ৮০০ মিলিয়ন ইউরো। তাই এখন থেকে ক্যাম্প ন্যু’তে মেসি ও গ্রিজম্যানকে দেখা যাবে এক জার্সিতে। ক্যাম্প-ন্যুয়ে পা রেখেই মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

২৮ বছর বয়সী বিশ্বকাপজয়ী ফরাসি তারকা বলেন, ‘মেসি বিশ্বের সেরা ফুটবলার এবং ফুটবলের মুখ।’

গ্রিজম্যান কেবল মেসির নয়, প্রশংসা করেছেন নতুন ঠিকানা বার্সেলোনারও, ‘খেলার স্টাইলে অন্যান্য ক্লাবের চেয়ে বার্সেলোনা সম্পূর্ণ ভিন্ন।’

ক্যাম্প-ন্যুয়ে আসার উদ্দেশ্যেও খোলাসা করেছেন গ্রিজম্যান, ‘আমি আমার নতুন সমর্থকদের সামনে খেলতে চাই। আমি বিশ্বাস করি, তারা আমাকে ভালোভাবেই জানে। আমি এমন একজন যে নিজের সবকিছু মাঠে উজাড় করে দিতে চাই এবং আমি নিশ্চিত আমরা এক সঙ্গে খেলা উপভোগ করব।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত