২০১৯ বিশ্বকাপের শীর্ষ রেকর্ড

প্রকাশ : ১৫ জুলাই ২০১৯, ১৭:২২

২০১৯ বিশ্বকাপের ১২তম আসর শেষে নিউজিল্যান্ডকে সুপার ওভারে হারিয়ে নতুন দল হিসেবে শিরোপা চ্যাম্পিয়ন হয়েছে ক্রিকেট জন্মদাতা ইংল্যান্ড। এই আসর শেষে সব ধরণের রেকর্ড নিয়ে চলছে বিশ্লেষণ। এক নজরে দেখা যাক কে কোন রেকর্ডে আছে-

সর্বোচ্চ রান-রোহিত শর্মা-ভারত-৬৪৮
সর্বোচ্চ স্কোর-ডেভিড ওয়ার্নার-অস্ট্রেলিয়া-১৬৬
সবচেয়ে বেশি উইকেট-মিচেল স্টার্ক-২৭ উইকেট
সবচেয়ে বেশি ছক্কা-ইয়ন মরগান (২২)
সবচেয়ে বেশি বাউন্ডারি-রোহিত শর্মা (৬৭)
সর্বোচ্চ দলীয় স্কোর-ইংল্যান্ড-৩৯৭/৬-প্রতিপক্ষ-আফগানিস্তান
সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়-আফগানিস্তান-১৫০ রান-প্রতিপক্ষ ইংল্যান্ড
এক ম্যাচে সর্বোচ্চ রান-অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ-৭১৪
মোট ছক্কা-৩৫৯
মোট উইকেট-৬৭৫

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত