পরিসংখ্যানে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড

প্রকাশ | ১৪ জুলাই ২০১৯, ১৪:০২

এবারের ক্রিকেট বিশ্বকাপে ২৩ বছর পর নতুন শিরোপাধারী পাচ্ছে ক্রিকেট বিশ্ব। টানা ২য় বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠা নিউজিল্যান্ড এর প্রতিপক্ষ ৪র্থ বারের মতো ফাইনালে উঠা ইংল্যান্ড। পরিসংখ্যান বিচার করলে দুই দলের পার্থক্যটা যে খুব বেশী নয়। তাই একটি ধ্রুপদী ফাইনাল দেখার অপেক্ষাতেই থাকবে ক্রিকেট প্রেমীরা। আসুন জেনে নেই মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান।

ম্যাচ : ৯০ 
ইংল্যান্ডের জয় : ৪১ 
নিউজিল্যান্ডের জয় : ৪৩ 
পরিত্যক্ত : ৪ 
টাই : ২

দলীয় সর্বোচ্চ স্কোর
ইংল্যান্ড : ৪০৮/৯, বার্মিংহাম, ২০১৫ 
নিউজিল্যান্ড : ৩৯৮/৫, দ্য ওভাল, ২০১৫


দলীয় সর্বনিম্ন স্কোর 
ইংল্যান্ড : ৮৯/১০, ওয়েলিংটন, ২০০২ 
নিউজিল্যান্ড : ১৩৪/১০, ক্রাইস্টচার্চ, ১৯৮৪

সবচেয়ে বেশি রান
ইংল্যান্ড : জো রুট ২০ ইনিংসে ৯২৫ রান 
নিউজিল্যান্ড : টস টেলর ৩৩ ইনিংসে ১৪০৯ রান

সেরা ইনিংস 
ইংল্যান্ড : ডেভিড গাওয়ান ১৫৮ রান, ব্রিসবেন, ১৯৮৩ 
নিউজিল্যান্ড : মার্টিন গাপটিল ১৮৯* রান, সাউদাম্পটন, ২০১৩

সেরা ব্যাটিং গড় (কমপক্ষে ২০ ইনিংস)
ইংল্যান্ড : জো রুট ২০ ইনিংসে ৫৭.৮১
নিউজিল্যান্ড : রস টেলর ৩৩ ইনিংসে ৫০.৩২

সবচেয়ে বেশি সেঞ্চুরি 
ইংল্যান্ড : জনি বেয়ারস্টো ৭ ইনিংসে ৩টি 
নিউজিল্যান্ড : রস টেলর ৩৩ ইনিংসে ৫টি

সবচেয়ে বেশি উইকেট
ইংল্যান্ড : জিমি অ্যান্ডারসন ৩৩ উইকেট 
নিউজিল্যান্ড :টিম সাউদি ৩৬ উইকেট

সেরা বোলিং 
ইংল্যান্ড : ভিক মার্কস ৫/২০, ওয়েলিংটন, ১৯৮৪ 
নিউজিল্যান্ড : টিম সাউদি ৭/৩৩, ওয়েলিংটন, ২০১৫

সেরা বোলিং গড় (কমপক্ষে ১৫ ম্যাচ) 
ইংল্যান্ড : বব উইলিস ১৯.২৩ 
নিউজিল্যান্ড : গ্র্যান্ট এলিয়ট ১৬.১৬

সেরা ইকোনমি রেট (কমপক্ষে ১৫ ইনিংস)
ইংল্যান্ড : বব উইলিস ৩.৩৩ 
নিউজিল্যান্ড : এউইন চ্যাটফিল্ড ৩.৪২

সবচেয়ে বেশি ডিসমিসাল
ইংল্যান্ড : জস বাটলার ২৬টি 
নিউজিল্যান্ড : ব্রেন্ডন ম্যাককালাম ২২টি

সবচেয়ে বেশি ক্যাচ
ইংল্যান্ড : বেন স্টোকস ১১টি 
নিউজিল্যান্ড : রস টেলর ১৯টি

সাহস২৪.কম/জুবায়ের/রনি