শুরুতেই শেষ ভারত

প্রকাশ : ১০ জুলাই ২০১৯, ১৬:৪৫

চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করে ২৪০ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। এই রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই চার বিগ উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত। বৃষ্টির কারণে দিন পরিবর্তন হয়ে ম্যাচটির বাকি অংশ শুরু হয়েছে আজ বুধবার।

আজ ১০ জুলাই (বুধবার) ম্যানচেস্টারে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় ম্যাচের বাকি অংশ খেলতে মুখোমুখি হয়েছে দু’দল।

গতকাল ৯ জুলাই (মঙ্গলবার) ম্যানচেস্টারে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়।

এদিন শুরুতেই ১ রান করে ম্যাট হ্যানরির বলে উইকেটরক্ষক লাথামের গ্লবসে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরেন চলতি বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি করা রোহিত শর্মা। এরপর রোহিতের পথে চলেন সেরা ওয়ানডাউনে নামা অধিনায়ক বিরাট কোহলি। ১ রান করে ট্রেন্ড বোল্ডের বলে এলবিডব্লিউ হয়ে সাজ ঘরে ফিরেন এই অধিনায়ক।

তাদের পর পরই সাজঘরে ফিরেন আরেক ওপেনার লোকেশ রাহুল। ১ রান করে ম্যাট হ্যানরির বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন রাহুল। পরে রাহুলেরও পথ ধরেন দিনেশ কার্তিক। ৬ রান করে ম্যাট হ্যানরির বলে ক্যাচ দিয়ে ফিরেন কার্তিক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের স্কোর ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৪ রান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত