বিশ্বকাপের সেমিফাইনালেই অভিষেক হচ্ছে পিটার হ্যান্ডসকম্বের

প্রকাশ : ১০ জুলাই ২০১৯, ১৫:২৮

চলতি বিশ্বকাপের সেমিফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচ দিয়েই বিশ্বকাপে অভিষেক হচ্ছে অস্ট্রেলিয়ার ডানহাতি মিডলঅর্ডার পিটার হ্যান্ডসকম্বের। সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে এই ব্যাটসম্যানের খেলার ব্যাপারে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার।

জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘সত্যিটা হচ্ছে, পিটার হ্যান্ডসকম্ব অবশ্যই খেলবে, একশত ভাগ নিশ্চিত। সে দুর্দান্ত ফর্মে রয়েছে। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে সে ভালো খেলেছে। মিডলঅর্ডারে আমরা তাকে ভরসা করতে পারি। সে স্পিনটাও ভালো খেলতে পারে। সুতরাং অবশ্যই খেলবে।’

হ্যান্ডসকম্ব অবশ্য বিশ্বকাপের আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজে ভালো খেলেও আসরের মূল দলে সুযোগ পাননি। গত সপ্তাহে শন মার্শের চোটে দলে ডাক পান এই ডানহাতি মিডলঅর্ডার।

এ ব্যাপারে ল্যাঙ্গার বলেন, ‘সে মূল দলে খেলার যোগ্যতা রাখে। এর আগে মূল দলে তার সুযোগ না পাওয়াটা ছিল দুঃখজনক।’

এদিকে চোটে থাকা আরেক ক্রিকেটার মার্কাস স্টোইনিসকে নিয়ে অবশ্য আশাবাদী ল্যাঙ্গার, ‘সে এখন ঠিক আছে। নেট সেশনটা ভালো ছিল। সে ফিট হয়েই খেলবে।’

আগামীকাল ১১ জুলাই (রবিবার) এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত