বিজেএমসিকে হারিয়ে টানা ডজন জয়ের রেকর্ড বসুন্ধরার

প্রকাশ : ০৮ জুলাই ২০১৯, ১৪:৩৩

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ব্রাজিলিয়ান ফুটবল তারকা মার্কোস ভিনিসিয়ুসের জয় সূচক শৈল্পিক গোলে বিজেএমসিকে হারিয়ে টানা এক ডজন জয়ের কীর্তি গড়েছে বসুন্ধরা কিংস।

৭ জুলাই (রবিবার) নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে বিজেএমসিকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা। অন্য গোলটি করেছেন সেন্টারব্যাক নুরুল নাঈম ফয়সাল।

এদিন বসুন্ধরাকে প্রথমে এগিয়ে নেন সেন্টারব্যাক ফয়সাল। ২৬ মিনিটে দানিয়েল কলিনদ্রেসের কর্নারে গোলমুখ থেকে হেডে গোল করে ১-০ করেন। লিগে এটিই তাঁর প্রথম গোল। তবে প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

এরপর দ্বিতীয়র্ধের ৭৫ মিনিটে হয়েছে ব্রাজিলীয় সৌরভ ছড়ানো গোলটি। পেনাল্টি আর্কের ওপর থেকে বল নিয়ে একে একে ইনসাইড-আউটসাইড ডজে তিনজনকে কাটিয়ে গোলটি করেন মার্কোস। একবারে ব্রাজিলিয়ান ব্র্যান্ডের গোল। লিগে এটি তাঁর ১১তম গোল।

এই জয়ে টানা এক ডজন জয়ের রেকর্ড গড়েছে করপোরেট ক্লাবটি। এর আগে ২০০৯-১০ মৌসুমে সর্বোচ্চ টানা ১১ ম্যাচ জিতেছিল আবাহনী লিমিটেড। আবাহনীর রেকর্ড ভেঙে তাদের পেছনে ফেলেই লিগে দুর্দান্ত গতিতে ছুটছে বসুন্ধরা। এই জয়ে ১৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে বসুন্ধরা। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর পয়েন্ট ৪৫।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত