মেসির উচিত সম্মানের সঙ্গে কথা বলা: তিতে

প্রকাশ : ০৮ জুলাই ২০১৯, ১৩:২৫

ব্রাজিল কোচ তিতে বলেছেন, ‘মেসির উচিত সম্মানের সঙ্গে কথা বলা। তার মতো বড় তারকার মুখে এমনসব কথাবার্তা শোভা পায় না। হারের পর পুরো সেটটি অনুধাবন করা আর তা মেনে নেওয়া খেলারই অংশ।’

৭ জুলাই (রবিবার) বাংলাদেশ সময় দিবাগত রাতে পেরুকে ৩-১ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর সংবাদ মাধ্যমকে একথা বলেন তিতে।

তিতে বলেন, ‘দুনিয়ার সব দলই কোনো না কোনো সময় বাজে রেফারিংয়ের শিকার হয়েছে। এটা নিয়ে ক্ষোভ থাকতেই পারে। কিন্তু দিন শেষে ম্যাচের ফল মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আমরা অনেক ম্যাচেই বাজে রেফারিংয়ের শিকার হয়েছি। এমনকি বিশ্বকাপের ম্যাচেও। মেসিকে এটা বুঝতে হবে।’

২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে হেরেছে আর্জেন্টিনা। সে ম্যাচে কিছু বিতর্কিত রেফারিং হয়েছে। এরপর তৃতীয় স্থান নির্ধারনি ম্যাচে চিলিকে হারিয়েছে লিওনেল মেসির দল। সে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এরপরেই বোমা ফাটিয়েছেন মেসি।

মেসির মতে, এবারের কোপার সব আয়োজন নাকি ব্রাজিলকে শিরোপা জেতাতেই! আর্জেন্টাইন তারকার এ মন্তব্য ঝড় তুলেছে ফুটবল দুনিয়ায়। সমালোচনাও জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, মেসি যে উচ্চতার তারকা তারকা, তাঁর এমন ঢালাও মন্তব্য করা ঠিক হয়নি।

ফাইনালে পেরুর পাওয়া পেনাল্টিটি নিয়ে তিতের অভিযোগ, ‘পেরুর পেনাল্টিটি ছিল না। কিন্তু পুরো ব্যাপারটিকেই খেলার অংশ বলেই মনে করি। এসব ব্যাপারে সতর্ক হতে হবে সবাইকে। কোনো মন্তব্যের সময় অন্যকে সম্মান দিতে হবে। আমরা আজ যেমনটা দেখিয়েছি।’

পেরুর আর্জেন্টাইন কোচ রিকার্ডো গ্যারেকা তিতের সঙ্গে একমত হয়ে বলেন, ‘মেসি যা-ই বলুন না কেন, তাঁর সঙ্গে একমত হওয়ার কোনো কারণ নেই। মেসি অনেক বড় খেলোয়াড় হতে পারে। কিন্তু তার মানে এই না যে সব ব্যাপারে তাঁর সঙ্গে একমত হতে হবে।’

ব্রাজিল মিডফিল্ডার ক্যাসেমিরো মেসির মন্তব্যের বিপরীতে কিছু না বলে তিনি বলেন, ‘যেকেউ যা কিছু বলতে পারে। কোনো সমস্যা নেই। চলুন, আজ আমরা কেবল ব্রাজিলের জয় নিয়েই কথা বলি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত