আমাদের দুর্ভাগ্য, কোয়ালিফাই করতে পারিনি: সরফরাজ

প্রকাশ : ০৬ জুলাই ২০১৯, ১৫:০১

২০১৯ বিশ্বকাপটা ছিল পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপের মতোই। ইমরান খানের নেত্রীত্বে সেই বিশ্বকাপের সমীকরণটাই ছিল সরফরাজ আহমেদের চলতি বিশ্বকাপ। চলতি বিশ্বকাপে খুব বাজে ভাবে শুরু করেছিল পাকিস্তান। তবে বাংলাদেশকে হারিয়ে ভালোভাবেই গ্রুপপর্ব শেষ করল পাকিস্তান। গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়েও হতাশা ও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সরফরাজ আহমেদের দলকে। অধিনায়ক বলেছেন, ‘আমাদের দুর্ভাগ্য, শেষ চারে কোয়ালিফাই করতে পারিনি।’

৫ জুন (শুক্রবার) ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে বাংলাদেশকে ৯৪ রানে হারিয়েছে পাকিস্তান।

শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়েও তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১১। একই সমান পয়েন্ট নিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে নিউজিল্যান্ড। কিউইদের চেয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় সেমিতে খেলা হচ্ছে না পাকিস্তানের। স্বভাবতই আক্ষেপে পুড়ছেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ।

সরফরাজ বলেন, ‘এটা বড় দুর্ভাগ্য। আমরা ভালো ক্রিকেট খেলেছি। তবে শেষ চারে কোয়ালিফাই করতে পারিনি। আমি মনে করি, একটা ম্যাচই আমাদের সেই রেস থেকে ছিটকে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারটা আমাদের স্রোতের প্রতিকূলে ঠেলে দিয়েছিল। সেটারই মূল্য দিতে হলো।’

সরফরাজ আরও বলেন, ‘ভারতের বিপক্ষে হারের পর ছেলেরা ঘুরে দাঁড়িয়েছে। এরপর তিন ম্যাচেই আমরা ভালো খেলেছি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই ভালো করেছি। টুর্নামেন্টের শুরুতে দলের মধ্যে সেভাবে কম্বিনেশন গড়ে ওঠেনি। যখন সবার মধ্যে মেলবন্ধন তৈরি হলো তখনই বিদায় ঘটলো। এটা সত্যিই দুঃখজনক।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত