কোপার ফাইনালে ব্রাজিল; জেসুস-গ্যাব্রিয়েলের গোল

প্রকাশ : ০৩ জুলাই ২০১৯, ১০:৫৯

২০০৭ সালের পরে কোনো টুর্নামেন্টে মুখোমুখি হলো ফুটবলের দুই রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। আবার ২০০৫ সালের পর কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ব্রাজিল হারেনি আর্জেন্টিনার কাছে। এমন সব হিসেব নিয়েই কোপা'র সেমি ফাইনালে মাঠে নেমেছে তারুণ্যের ব্রাজিল আর মেসির আর্জেন্টিনা।

গেল বছরগুলোর আধিপত্য ধরে রেখেই মাঠে ব্রাজিলের আক্রমণাত্মক শুরু। ম্যাচের ১৯ মিনিটেই রবার্তো ফিরমিনোর লো ক্রস থেকে বল জালে পাঠান গ্যাব্রিয়েল জাসুস। ১-০ এ শেষ হয় প্রথমার্ধ। যদিও ৩০ মিনিটের মাথায় মেসির ফ্রিকিক অ্যাগুয়েরোর হেড থেকে জাল খুঁজে নিতে পারেনি। ব্রাজিলের সহার ক্রস বার।

দ্বিতীয়ার্ধে কিছুটা গোছানো আক্রমণে আর্জেন্টিনা। কিন্তু গোলবারে দাঁড়ানো আলিসন দক্ষতার সাথেই আর্জেন্টিনাকে আটকে দেন। 

৭১ মিনিটের মাথায় আর্জেন্টিনার সামনে চাপ দ্বিগুণ করেন রবার্তো ফিরমিনো। গ্যাব্রিয়েল জাসুসের এসিস্টে গোল ব্যবধান দ্বিগুণ করলে মেসিদের আর ম্যাচে ফেরা হয়নি।

বুধবার (৩ জুলাই) চিলি ও পেরুর মধ্যকার ম্যাচের জয়ী দল ৭ জুলাই ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত