অবসর নিয়ে ‘ইউ-টার্ন’ নিলেন গেইল

প্রকাশ : ২৬ জুন ২০১৯, ২৩:০৬

সাহস ডেস্ক

বিশ্বকাপের আগে ক্রিস গেইল বলেছিলেন, ‘বিশ্বকাপ দিয়েই ৫০-ওভারের ক্রিকেটকে বিদায় বলতে চাই। তরুণদের সুযোগ করে দিতে চাই। পার্টি স্ট্যান্ডে বসে উৎসাহ দিয়ে যেতে চাই।’

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে একথা বলেছিলেন গেইল। কিন্তু বিশ্বকাপের মাঝপথে সিদ্ধান্তটি থেকে সরে আসলেন এই ‘ইউনিভার্স বস’।

২৬ জুন (বুধবার) এক সংবাদ সম্মেলনে গেইল নিজেই ঘোষণা দিলেন, বিশ্বকাপের পর আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারত। সেই সিরিজে ওয়ানডে এবং টেস্ট খেলে তবেই অবসর নিবেন।

গেইল বলেন, ‘বিশ্বকাপের পরে আমার পরিকল্পনা... হয়তো ভারতের বিপক্ষে আর একটা টেস্ট খেলব। আর ওয়ানডে তো অবশ্যই খেলব। তবে টি-টোয়েন্টি খেলব না।’

এদিকে তাঁর এ সিদ্ধান্তে অন্য সবার মতো যারপরনাই অবাক ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার, ‘ড্রেসিং রুমে সে এই বিষয়ে কোনো কথা বলেনি। তবে আমি মনে করি, এটা ক্রিকেটের জন্য সুখবর। ক্রিসকে দলে পাওয়া সব সময়ই দারুণ ব্যাপার। তাঁর এখনো অনেক কিছু দেওয়ার আছে। আশা করি, যদি তাঁর শরীর সায় দেয় তাহলে ওয়েস্ট ইন্ডিজের হয় আরও বেশ কিছু দিন ক্রিকেট মাঠে থাকতে পারবে।’

অবসর নিয়ে গেইলের ‘ইউ-টার্ন’ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েস্ট ইন্ডিজে মিডিয়া ম্যানেজার ফিলিপ স্পুনার, ‘ভারতের সঙ্গে সিরিজেই ক্রিস ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্যারিয়ারের ইতি টানবে।’

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের অবস্থা খুব একটা সুবিধের না। ৬ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে টেবিলের আটে ওয়েস্ট ইন্ডিজ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত