ইংলিশদের ২৮৬ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া

প্রকাশ : ২৫ জুন ২০১৯, ১৯:৪০

সাহস ডেস্ক

চলতি বিশ্বকাপে নিজেদের ৭ম ম্যাচে ইংল্যান্ডে বিপক্ষে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে টসে জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিক ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে অধিনায়ক অ্যারন ফিঞ্চের অনবদ্য সেঞ্চুরিতে ইংলিশদের ২৮৬ রানের টার্গেট দিয়েছে অজিরা।

২৫ জুন (মঙ্গলবার) বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় লর্ডসে মুখোমুখি হয়েছে দু’দল।

এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান করে অস্ট্রেলিয়া। দলের হয়ে ওপেনিং জুটিটা বেশ ভালোই করেন ওয়ার্নার-ফিঞ্চ। ডেভিড ওয়ার্নারের সঙ্গে ১২৩ রানের জুটি গড়েন ফিঞ্চ। তাদের এই দারুন জুটিটি ভাগেন মঈন আলী। ৬১ বলে ৬টি চারের সাহায্যে ৫৩ রান করে মঈন আলীর বলে ক্যাচ তুলে সাজ ঘরে ফিরে যান ওয়ার্নার। এরপর ওসমান খাজাকে নিয়ে এগোতে থাকে ফিঞ্চ। ২৯ বলে ১ চারে ২৩ রান করে স্টোকসের বলে বোল্ড হয়ে খাজাও ফিরে যান।

এরপর নামেন অজি সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। স্মিথকে সঙ্গী করে বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে আর্চারের বলে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আউট হওয়ার আগে ১১৬ বলে ১১ চার ২ ছক্কায় ১০০ রান করেন এই অধিনায়ক। এরপর ৩৪ বলে ৫ চারে ৩৮ রান করে ওয়াকেসের বলে ক্যাচ তুলে দেন স্মিথ। পরে ২৭ বলে ৫ চারে অপরাজিত থাকেন এলেক্স ক্যারি।

ইংলিশদের হয়ে ক্রিস ওয়াকেস ২টি, আর্চার, মার্ক উড, স্টোকস ও মঈন আলী ১টি করে উইকেট নেন।

বিরতির পর ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নামবে স্বাগতিক ইংল্যান্ড।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত