সাকিবের ভূয়সী প্রশংসায় আফগান অধিনায়ক

প্রকাশ : ২৫ জুন ২০১৯, ১৪:৩২

সাহস ডেস্ক

‘বাজে ফিল্ডিংই বাংলাদেশের বিপক্ষে হারের মূল কারণ। পিচ ব্যাটসম্যানদের পক্ষে থাকার পরও সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্স ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে’- বলেছেন আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নায়েব।

২৪ জুন (সোমবার) সাউদহ্যাম্পটনে ম্যাচের পর সংবাদ সম্মেলনে গুলবাদিন এসব তুলে ধরেন।

তিনি বলেন, ‘আপনি যদি দেখেন আমরা ম্যাচে দুটি ক্যাচ মিস করেছি। সঙ্গে ৩০-৩৫টা এক্সট্রা রানও রয়েছে। পিচ স্লো থাকলেও ছিল ব্যাটসম্যানদের পক্ষে। সাকিবের প্রশংসা করতেই হবে। তিনি চমৎকার বল করেছেন।’

রোজ বোলে টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আফগানরা। নির্ধারিত ৫০ ওভার মুশফিকুর রহিম-সাকিব আল হাসানের অর্ধশতকে আফগানিস্তানের সামনে ২৬৩ রা‌নের লক্ষ্য দেয়া হয়। যদিও ২০০ রানে গুটিয়ে যায় গুলবাদিনের নেতৃত্বাধীন দলটি। এতে ৬২ রানে ম্যাচ জিতে নেয় টাইগাররা। এই মাঠে রান তাড়া করা সম্ভব ছিল কি না? এমন প্রশ্ন রাখা হয় গুলবাদিনের কাছে।

আফগান দলপতি বলেন, ‘প্রথম ১০ ওভারে আমরা জায়গা মতো বল করতে পারিনি। তারা (বাংলাদেশ) প্রায় ৫০ রানের মতো তুলে নেয়। আমরা যখন মাঠে নেমেছিলাম, মনে হচ্ছিল এই রান তাড়া করা সম্ভব।’

এই ম্যাচে ৬৭ বলে ৫১ রান ও ১০ ওভারে মাত্র ২৯ রান খরচ করে পাঁচ উইকেট তুলেন সাকিব। হয়েছেন ম্যাচ সেরাও। সাকিবের নৈপুণ্যে মুগ্ধ ছিলেন গুলবাদিন।

তিনি বলেন, ‘আপনি যদি দেখেন সে (সাকিব) বিশ্বের সবচেয়ে সেরা অলরাউন্ডার। তার কাছে রয়েছে অনেক অভিজ্ঞতা, তাই বেশ কয়েকটি উইকেট তুলে নিয়েছেন তিনি। ব্যাট হাতেও ছিলেন অসাধারণ। বোলিংও করেছেন দারুণ। নিজদের পরিকল্পনার মতো।’

পিচ ব্যাটসম্যানদের পক্ষে থাকার পরও ম্যাচ আফগানদের হতে দেয়নি বাংলাদেশ। আর এর কৃতিত্ব গুলবাদিন পুরোটাই দিয়েছেন সাকিবকে।

আফগান অধিনায়ক বলে, ‘পিচে তেমন বল ঘুরছিল না। বিশেষ করে বাংলাদেশ দল যখন বল করছিল। যদিও তিনি (সাকিব) ঠিক জায়গায় বল করছিলেন। আর তাই উইকেট তুলতেও সক্ষম হন তিনি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত