বিশ্বকাপে যে রেকর্ডের চূড়ায় সাকিব

প্রকাশ : ২৫ জুন ২০১৯, ১২:২৪

সাহস ডেস্ক

২০১৯ বিশ্বকাপ মানেই সাকিবের রেকর্ডময় বিশ্বকাপ। এই বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ কয়েকটি রেকর্ডময় দিন কাটালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার এক একটি রান ও এক একটি উইকেট তৈরি করে এক একটি মাইলফলক। প্রথমত একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে এক হাজার রান ও ৩০ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড গড়েছেন এই তারকা অলরাউন্ডার।

আফগানিস্তানের বিপক্ষে রোজ বোলে বাংলাদেশের ৬২ রানের জয়ে ব্যক্তিগত ৫১ রান ও ৫ উইকেট তুলে নেন সাকিব। ফলে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপ আসরে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।

এতেই থেমে নেই সাকিব। তৃতীয় অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপের এক আসরে সেঞ্চুরির পাশাপাশি ৫ উইকেট নেওয়ার রেকর্ডও গড়েন এই বাঁহাতি। এর আগে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ও যুবরাজ সিং এই কীর্তি গড়েছিলেন।

এদিকে বিশ্বকাপের এক ম্যাচে হাফসেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়া দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাসে নাম লেখালেন সাকিব। এর আগে ভারতের যুবরাজ সিং ২০১১’র বিশ্বকাপে এই রেকর্ডটি গড়েছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত