ওয়ালটন আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব ১২ দলগত প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশ : ২৪ জুন ২০১৯, ১৮:৪৬

সাহস ডেস্ক

আন্তর্জাতিক টেনিস ফেডারেশন ও এশিয়ান টেনিস এসোসিয়েশনের অনুমোদনক্রমে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্স ‘ওয়ালটন আইটিএফ এশিয়ান অনুর্ধ ১২ দলগত প্রতিযোগিতা ২০১৯’ শুরু হয়েছে।

সকাল সাড়ে ৮টায় রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে ঢাকা ক্লাব লি: ও অফিসার্স ক্লাব ঢাকায় আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন হয়।

অনুষ্ঠানে জাতীয় সংসদের মাননীয় হুইপ ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহবুব আরা বেগম গিনি, এমপি, প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এ সময় ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ও গেমস এন্ড স্পোর্টস বিভাগের প্রধান এম ইম ইকবাল বিন আনোয়ার ডন, প্রাইম ব্যাংক লি: এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: তৌহিদুল আলম খান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো: ইয়াহিয়া, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোরশেদসহ আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের এশিয়ান ডেভলপমেন্ট অফিসার জনাথন স্টাবস উপস্থিত ছিলেন।

আজকের বালিকা এককের খেলায় বাংলাদেশ ২-১ ম্যাচে মালদ্বীপকে পরাজিত করে। প্রথম এককে বাংলাদেশের প্রত্যাশা দাস ৩-৬, ০-৬ গেমে মালদ্বীপের আজিম আরার নিকট হেরে যায়। দ্বিতীয় এককে বাংলাদেশের সাদিয়া আফরিন ৬-২, ৬-২ গেমে মালদ্বীপের সাশি সাইদকে পরাজিত করে ১-১ এ ম্যাচে সমতা ফিরিয়ে আনে। দ্বৈতের খেলায় বাংলাদেশের সাদিয়া আফরিন ও প্রত্যাশা দাস জুটি ৬-৪, ৬-৩ গেমে মালদ্বীপের শাফি সাইদ ও আজিম আরাকে পরাজিত করে। ফলে বাংলাদেশ ২-১ ম্যাচে মালদ্বীপকে পরাজিত করে।

অপরদিকে বালক এককে বাংলদেশ ভারতের নিকট ০-৩ ম্যাচে হেরে যায়। প্রথম এককে বাংলাদেশের সজিব হোসেন ০-৬, ০-৬ গেমে ভারতের রামালিনগাম সেনথিল রেথিন প্রনাভ এর নিকট গেমে হেরে যায়। দ্বিতীয় এককে বাংলাদেশের নাদিম মোল্লা ১-৬, ০-৬ গেমে ধামনে মানষ মনজ এর নিকট হেরে গেলে ভারত ২-০ গেমে জয় নিশ্চিত করে। 

দ্বৈতের খেলায় বাংলাদেশের সজিব হোসেন ও জাওয়াদ মোহাম্মদ ভূইয়া জুটি ০-৬, ০-৬ গেমে ভারতের মানষ মনজ ও অর্নব বিজয় এর নিকট হেরে যায়। ফলে বাংলাদেশ ০-৩ ম্যাচে ভারতের নিকট পরাজিত হলো।

বালক একক :
Sajib Hosain (BAN) lost Ramalingam Senthil Rethin Pranav (IND) : 0-6, 0-6

Nadim Mollah (BAN) lost Dhamne Manas Monoj (IND) : 1-6, 0-6

Sajib Hossain & Mohammad Bhuiyan (BAN) lost Dhamne Manas Monoj & Pakarkar Arnav Vijay : 0-6, 0-6

বালিকা একক :
Prottasha Das (BAN) lost Aasaal Azim Ara (MAL) : 3-6, 0-6
Sadia Afrin (BAN) beat Shafee Saeed Aya (MAL) : 6-2, 6-2
Sadia Afrin & Protsha Das (BAN) beat Shafee Saeed Aya & Aasaal Azim Ara (MAL) 6-4, 6-3


সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত