পুরো টুর্নামেন্টে নিজেদের আত্মবিশ্বাসের ঘাটতি ছিল: ডু প্লেসিস

প্রকাশ | ২৪ জুন ২০১৯, ১৩:২১

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু প্লেসিস, ‘আমরা ভাল ক্রিকেট খেলতে পারিনি। আমরা ভাল বল করতে পারিনি। পুরো টুর্নামেন্টেই তা হয়েছে। কিন্তু আজ (শনিবার) আমরা শুরু করেছি দুর্বলভাবে। ব্যাটিংয়েও আমরা ভুল করেছি। আমাদের শুরুটা ভাল করার দরকার ছিল।’

২৩ জুন (রবিবার) লন্ডনের লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ৪৯ রানে হেরে ২০১৯ বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর অধিনায়ক একথা বলেন। পুরো টুর্নামেন্ট জুড়ে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি ফাফ ডু প্লেসিসরা।

ডু প্লেসিস বলেন, ‘পুরো টুর্নামেন্টে নিজেদের ধারাবাহিক ব্যর্থতার কারণ হিসেবে নিজেদের আত্মবিশ্বাসের ঘাটতি ছিল। আমরা কঠোর পরিশ্রম করেছি অনুশীলনে। কিন্তু খেলায় আত্মবিশ্বাস অনেক বড় বিষয়।’

কেবল পাকিস্তানের বিপক্ষে নয়, ২০১৯ বিশ্বকাপে প্রোটিয়াদের হয়ে কেউ কোনো বড় জুটি গড়তে পারেনি। খেলতে পারেনি কোন বড় ইনিংস। অবশ্য এসবের ভেতরে একমাত্র ব্যতিক্রম ছিলেন ইমরান তাহির। স্পিন দিয়ে চেষ্টা করেছেন যথেষ্ট। পাকিস্তানের বিপক্ষে জোড়া শিকার করে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি এখন তিনি। পেছনে ফেলেছেন ৩৮ উইকেট নেওয়া অ্যালান বোর্ডারকে। তাহিরের উইকেট ৩৯টি। 

দুর্দান্ত এই পারফম্যান্সের জন্য তাহিরকে প্রশংসাই ভাসালেন প্রোটিয়া অধিনায়ক, ‘ইমরান তাহির অনবদ্য। তাকে স্বীকার করতে হবে। সে আক্রমণে নেতৃত্ব দিয়েছে এবং পুরো টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক ছিল। কিন্তু তার মতো দলের অন্যরা জ্বলে উঠতে পারেনি।’

বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার হতাশাটাও ছিল ডু প্লেসিসের মুখে, ‘এই মুহূর্তে সবচেয়ে বড় হতাশার হচ্ছে আমরা নিজেদের সামর্থ্য প্রমাণ করতে ব্যর্থ হয়েছি। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ক্রিকেট খেলতে পারিনি। আমার জন্য যা অত্যন্ত হতাশার।’