দ. আফ্রিকাকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

প্রকাশ : ২৪ জুন ২০১৯, ০০:০৬

সাহস ডেস্ক

চলতি বিশ্বকাপে নিজেদের ৬ষ্ঠ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল পাকিস্তান। এদিকে পাকিস্তানের বিপক্ষে হেরে সেমির স্বপ্ন ভঙ্গ হল দক্ষিণ আফ্রিকার।

২৩ জুন (রবিবার) লর্ডসে দক্ষিণ আফ্রিকাকে ৪৯ রানে হারিয়েছে সরফরাজ বাহিনী।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৮ রান করে পাকিস্তান। দলের হয়ে দারুন শুরু করে ওপেনাররা। ফখর জামান ও ইমাম-উল-হকের ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে যোগ হয় ৮৮ রান। ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটি ভাঙেন ইমরান তাহির।

৫৮ বলে ৬ চারে ৪৪ রান করে তাহিরের বলে হাশিম আমলার হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরেন ফখর। বাবর আজমকে 

নিয়ে এগোতে থাকা ইমাম ৫৫ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৪ রান করে তাহিরের বলে সাজ ঘরে ফিরেন। এরপর ৮০ বলে ৭ 

চারে ৬৯ রান করে ফিরেন বাবর আজম। ৩৩ বলে ১ ছক্কায় ২০ রান করেন মোহাম্মদ হাফিজ।

পরে কম বলে বড় স্কোর করেন দলিয় রান এগিয়ে নেন হ্যারিস সোহেল। ৫৯ বলে ৯ চার ৩ ছক্কায় ৮৯ রান করে 

এনগিডির বলে ডি’করের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরে যান হ্যারিস। ১৫ বলে ৩ চারে ২৩ রান করে ফিরেন ইমাদ 

ওয়াসিম।

দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিডি ৩টি, ইমরান তাহির ২টি, ফেলুকাইও, মার্করাম ১টি করে উইকেট নেন।

পাকিস্তানের দেওয়া ৩০৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা হয়েছিল বেশ ভালোই। দ্বিতীয় উইকেট জুটির দৃঢ়তায় ভালো কিছুর আশাও জাগিয়েছিল তারা। কিন্তু এই জুটি ভাঙার পরই চাপে পড়ে যায় প্রোটিয়ারা। শেষ পর্যন্ত এই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি তারা। হেরেছে ৪৯ রানের বড় ব্যবধানে। এই হারে তাদের শেষ চারে খেলার আশা কার্যত শেষ হয়ে গেছে।

ওপেনার হাশিম আমলা দুই রানে সাজঘরে ফেরেন। মোহাম্মদ আমিরের দুর্দান্ত শিকার হন তিনি। এর পর ফাফ ৬৩ ও ডি কক ৪৭ রান করে আউট হন। এরপর অন্যরা চেষ্টা করেও খুব একটা সাফল্য পাননি।

শাদাব খান ৫০ ও ওয়াহাব রিয়াজ ৪৬ রানে তিনটি করে এবং মোহাম্মদ আমির ৪৯ রানে দুই উইকেট নিয়ে পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ম্যাচ সেরা হয়েছেন হ্যারিস সোহেল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত