মুশফিক-মাহমুদউল্লাহর ইনিংস প্রশংসা করার মতো: মাশরাফি

প্রকাশ : ২১ জুন ২০১৯, ০২:০৩

সাহস ডেস্ক

মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘শেষ দশ ওভারে অতিরিক্ত ৪০-৫০ রান না দিলে ম্যাচটি অন্যরকম হতে পারত। তবে দলের খেলোয়াড়রা দারুণ খেলেছে। বিশেষ করে মুশফিক ও মাহমুদউল্লাহ অসাধারণ দৃঢ়তা দেখিয়েছে। সত্যিই প্রশংসা করার মতো।’

২০ জুন (বৃহস্পতিবার) নটিংহামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলন টাইগার অধিনায়ক।

যদিও এদিন লক্ষ্যটা বেশ বড়ই, ৩৮২ রান। এই রান টপকানো বেশ কঠিন হলেও নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৩ রান করেছে বাংলাদেশ। মানে আর অল্প কিছু রান কম হলে হয়তো ম্যাচটি জেতা সম্ভব হতো। বাংলাদেশ অধিনায়ক তেমনই আক্ষেপ করেছেন।

এই ম্যাচে বাংলাদেশ হেরেছে ৪৮ রানে। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর অসাধারণ ব্যাটিং ঝড়ে কিছু সময়ের জন্য হলেও ম্যাচটিতে জয়ের আশা জেগেছিল লাল-সবুজের দলের। যদিও শেষ পর্যন্ত পারেনি তারা।

হারলেও মন জয় করে নিয়েছেন মুশফিক-মাহমুদউল্লাহরা। বিশেষ করে পঞ্চম উইকেট জুটিতে মুশফিক ও মাহমুদউল্লাহ ১২৭ রানের দারুণ একটি পার্টনারশিপ গড়ে আশা জাগিয়েছিলেন। মাহমুদউল্লাহ ৫০ বলে ৬৯ রানের চমৎকার একটি ইনিংস খেলে সাজঘরে ফেরেন। আর মুশফিক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন অসাধারণ সেঞ্চুরি করে। তিনি ৯৭ বলে ১০২ রান করেন।

আগামী ২৪ জুন (সোমবার) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় নিজেদের সপ্তম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত