সেঞ্চুরির দিনে সাকিবের অন্যান্য রেকর্ড

প্রকাশ : ১৮ জুন ২০১৯, ১০:৪০

সাহস ডেস্ক

চলতি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করে টানা দ্বিতীয় শতক তুলে নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাবিক আল হাসান। এ নিয়ে ওয়ানডে তে নবম শতক করলেন সাকিব।

১৭ জুন (সোমবার) টনটনের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে ৮৩ বলে সেঞ্চুরি করেন সাকিব। চলতি বিশ্বকাপে এখন সর্বোচ্চ রান সাকিবের। অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চের রান ৩৪৩। তাঁকে পেছনে ফেলেছেন তিনি।  

চলতি বিশ্বকাপে দুর্দান্ত খেলছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছয় হাজার রানের মাইলফলক গড়লেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এদিন আগে ব্যাট করে বাংলাদেশকে ৩২২ রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ। সৌম্য সরকার ও তামিম ইকবালের শুরুটা ভালোই ছিল। তামিম দেখে শুনেই শুরু করেন। তবে সৌম্য আউট হয়ে গেলে তামিমের সঙ্গে যোগ দেন সাকিব। রানরেটটা ঠিক রেখে দলকে এগিয়ে নিয়ে যান সাকিব। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন তামিম। দ্রুতই আউট হয়ে যান মুশফিকও। ১৩৩ রানে তিন উইকেট নেই। লিটনকে নিয়ে চাপটা দুর্দান্তভাবে সামাল দেন সাকিব। কটরেল-ওশানে-গাব্রিয়েল-রাসেল কাউকেই ছাড়েননি সাকিব।

বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৪ বলে ৭৫ রান করেন সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৬৪ রান। ইংল্যান্ডের বিপক্ষে চলতি বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরিটি করেন সাকিব। ১২১ রান করেন তিনি।

এবারের বিশ্বকাপেই ওয়ানডে ফরম্যাটে নিজের ২৫০তম উইকেট শিকার করেন সাকিব। তাই ওয়ানডে ক্রিকেটে দ্রুত পাঁচ হাজার রান করার পাশাপাশি ২৫০ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। রেকর্ডের দিন তিনি খেলেছিলেন ১৯৯তম ম্যাচ।

চলমান বিশ্বকাপে সাকিবের ঝুলিতে জমা পড়েছে আরো কয়েকটি রেকর্ড। ওয়ানডে ক্যারিয়ারে ২০০তম ম্যাচ খেলেন এই বিশ্বকাপেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত