পাকিস্তানকে ৩৩৭ রানের টার্গেট দিল ভারত

প্রকাশ : ১৬ জুন ২০১৯, ২০:২২

সাহস ডেস্ক

চলতি বিশ্বকাপের ২২তম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রানের বড় সংগ্রহ করল ভারত।

আজ ১৬ জুন (রবিবার) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হয়েছে দু’দল।

এদিন বৃষ্টির আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত সূর্য হেসেছে, যথাসময়ে টসও হলেও ঝামেলা বাধায় ৪৬ ওভার ৪ বলের সময়।

পাকিস্তান টসে জিতে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় বিরাট কোহলিকে। আগের দিন পিচ কাভারে ঢাকা ছিল বলেই নাকি আগে বোলিংয়ের সিদ্ধান্ত ছিল সরফরাজের।

রোহিত শর্মা আর লোকেশ রাহুলের উদ্বোধনী জুটি রেকর্ড গড়েছে পাকিস্তানের বিপক্ষে। লোকেশ রাহুল ৭৮ বলে ৫৭ রান করে ফেরেন সাজঘরে ওহাব রিয়াজের বলে ক্যাচ দিয়ে। এই জুটি ভাঙতেই সরফরাজ ব্যবহার করেছেন সাত বোলার।

রাহুলের বিদায়ের পর বিরাট কোহলি আর রোহিত শর্মার জুটি থেকেও আসে ৯৮ রান। এর ভেতর চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় শতক তুলে নেন রোহিত শর্মা। শেষ পর্যন্ত ১১৩ বলে ১৪০ রান করে ক্যাচ দেন হাসান আলীর বলে।

চার নম্বরে ব্যাট করতে নেমে হার্দিক পান্ডিয়া তার সহজাত খেলাটাই খেলেছেন। ১৯ বলে ২ চার আর ১ ছয়ে ২৬ রানে বিদায় নেন মোহাম্মদ আমিরের বলে।

মহেন্দ্র সিং ধোনি আজ কিছুই করতে পারেননি চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে। মাত্র ১ রান করেই বিদায় নেন আমিরের বলে ক্যাচ দিয়ে।

৪৬ ওভার ৪ বলের মাথায় বৃষ্টি বাধায় খেলা বন্ধ থাকে প্রায় আধঘণ্টা। এতে অবশ্য ওভার কমেনি।

ম্যাচ শুরুর পরের ওভারের চতুর্থ বলে আবারও আমিরের হানা। বিরাট কোহলিকে ৭৭ রানে ফেরান এই বাঁহাতি পেসার।
শেষ পর্যন্ত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৬ রান সংগ্রহ করে ভারতীয়রা।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ আমীর আর ১টি করে উইকেট নেন হাসান আলী ও ওহাব রিয়াজ।

৩৩৭ রানের বড় লক্ষ তাড়া করতে নামবে পাকিস্তানি ব্যাটসম্যানরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত