স্বপ্ন পূরণ হবে না হ্যাজেলউডের

প্রকাশ | ১৩ জুন ২০১৯, ১৪:৫০

অনলাইন ডেস্ক

দ্বাদশ বিশ্বকাপ নিয়ে আগ্রহের কমতি নেই ক্রিকেট ভক্তদের মাঝে। এই সময় নিজেকে আলাদা রাখছেন অস্ট্রেলীয় পেসার জশ হ্যাজেলউড। যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করছেন বিশ্বকাপ থেকে।

কিন্তু কেন এমনটা! পিঠের চোটে গেল জানুয়ারিতে ছিটকে গেছেন জাতীয় দল থেকে। যে কারণে বাদ পড়তে হয়েছে বিশ্বকাপের দল থেকেও।

গোটা বিশ্ব যখন বিশ্বকাপের উন্মাদনায় মাতোয়ারা, হ্যাজেলউড তখন নিজের সঙ্গে লড়ছেন ব্রিসবেনে।

এখানে প্রস্তুত হচ্ছেন আগামী অ্যাশেজের জন্য। তার আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলের সঙ্গে থেকে প্রস্তুত করছেন নিজেকে। তার সঙ্গে আরও রয়েছেন পিটার হ্যান্ডসকম্ব, ট্রাভিস হেড ও মারকাস হ্যারিস।

হ্যাজেলউড ছাড়া বাকি তিন জনের আফসোস এতটা না থাকলেও হ্যাজেলউড যেন মানতে পারছেন না বিশ্বকাপে খেলতে না পারার বিষয়টা।

‘আমার জন্য বিশ্বকাপ দেখাটা কষ্টের। আমি আমার মনোযোগটা আপাতত ব্রিসবেনে রাখছি, যেন অ্যাশেজের দলে জায়গা করে নিতে পারি। তাই আমি লড়াই করে যাচ্ছি নিজের সঙ্গে। এমনকি বিশ্বকাপ দেখা থেকেও। অনুশীলন শেষে বাসায় ফিরে দুই-একটা ওভার দেখি সময় পেলে। এছাড়া আর কিছুই না।’