হতাশায় মাশরাফি

প্রকাশ : ১২ জুন ২০১৯, ১৩:২১

সাহস ডেস্ক

ব্রিস্টলে বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচ। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাংলাদেশের। তাই টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কণ্ঠে ঝরে পড়েছে হতাশা।

ম্যাচটি না হওয়ায় ক্ষতি হয়েছে বাংলাদেশেরই। ম্যাচ মাঠে গড়ালে জিততে পারত বাংলাদেশ। তাই সম্ভাবনা ছিল দুই পয়েন্ট পাওয়ার। অথচ পেয়েছে এক পয়েন্ট। তাই পয়েন্ট টেবিলে অবনতি হয়েছে লাল-সবুজের দলের।

চার ম্যাচে এক জয় ও দুই হারে তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন আছে সপ্তম স্থানে। সমান ম্যাচে শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে এক পয়েন্টে এগিয়ে রয়েছে।

তাই হতাশ মাশরাফি ম্যাচ শেষে বলেন, ‘মাঠে আসার পর খেলতে না পারা সব দলের জন্যই হতাশার। নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা জয়ের সুযোগ পেয়েছিলাম। ইংল্যান্ড ম্যাচে সুযোগ হয়নি। তবে আজকের দিনটা ছিল হতাশাজনক।’

বাংলাদেশের পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। সে ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘টনটন, খুব ছোট মাঠ। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না। আমাদের ভালো খেলার ও জয়ের কোনো বিকল্প নেই।’

এদিকে চোটে আক্রান্ত সাকিব আল হাসান। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে সাকিব সুস্থ হয়ে উঠবেন বলে আশা মাশরাফির, ‘সাকিব দ্রুত সুস্থ হয়ে উঠবে এই আশা করি। সেরে ওঠার জন্য এখনো হাতে চার-পাঁচ দিন আছে।’

বাংলাদেশের পরের ম্যাচ আগামী সোমবার, টনটনে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ দল ব্রিস্টল থেকে টনটনে যাবে বুধবার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত