বৃষ্টির কারণে থমকে আছে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ

প্রকাশ : ১১ জুন ২০১৯, ১৭:৫৬

সাহস ডেস্ক

বৃষ্টির কারণে থমকে আছে বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার চতুর্থ ম্যাচ। এ কারণে এখন পর্যন্ত টস করতে পারেনি দু’দলের অধিনায়ক।

আজ ১১ জুন (মঙ্গলবার) ব্রিস্টলের কাউন্টিতে স্থানীয় সময় সকাল ১০টা ও বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপটা দারুন শুরু করেছিল বাংলাদেশ। পরে টানা দুই ম্যাচে হেরে বিপর্যয়ে পড়েছে টাইগাররা। তাই আজ শ্রীলঙ্কার বিপক্ষে জয়টি খুব দরকার ছিল মাশরাফিদের। তাও বৃষ্টির কারণে ম্যাচটি বন্ধ থাকায় কপালে ভাজ পরেছে লাল-সবুজ দলের।

এদিকে নিজেদের তিন ম্যাচের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়ার পর তৃতীয় ম্যাচে বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি পরিত্যাক্ত হলে পয়েন্ট ভাগাভাগি হয়।

তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশের উপরে আছে শ্রীলঙ্কা। তিন ম্যাচে একটি জয়ে ২ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার নিচে আছে বাংলাদেশ। তাই আজ বাংলাদেশের জন্য ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন/লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত/রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশাল পেরেরা (উইকেটরক্ষক), লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশাল মেন্ডিস, থিসারা পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, সুরাঙ্গা লাকমল, জিভান মেন্ডিস, লাসিথ মালিঙ্গা, ইশুরু উদানা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত