শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

প্রকাশ : ১১ জুন ২০১৯, ০৪:৩০

সাহস ডেস্ক

২০১৯ ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। পরে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে যায় মাশরাফিরা। টানা এই দুই হারে বিপর্যস্ত টাইগাররা। তবে ঘুরে দাঁড়ানোর পালা শ্রীলঙ্কাকে হারিয়ে।

আজ ১১ জুন (মঙ্গলবার) ব্রিস্টলে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ।

তবে হেরে যাওয়া ইংলিশদের বিপক্ষে সাকিবের শত রানের ইনিংস অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে বাকি ম্যাচ গুলোয়।

তার আগে বাংলাদেশ দলওকে ভাবাচ্ছে তামিম ইকবালের অফ-ফর্ম, বোলারদের একই দশা। এর ভেতর উঁকি দিচ্ছে বৃষ্টি। সবমিলে মাশরাফির চাওয়া, ম্যাচটা যেন ঠিকমতো শেষ হয়।

মাশরাফি বলেন, ‘হ্যাঁ, আমি আশা করি আগামীকালকের (মঙ্গলবার) ম্যাচটা ঠিকঠাকভাবে শেষ হবে। আমি মনে করি, আমাদের দলের সবাই ঠিক আছে। হ্যাঁ, দুই ম্যাচ হারের পরে কম-বেশি সবাই হতাশ হয়েছে, বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা। এই ধরণের টুর্নামেন্ট শুরুর আগে থেকে কেউই কিছু বলতে পারবে না কারণ, ছেলেরা সত্যিই ম্যাচ জয়ের জন্য মুখিয়ে আছে।’

পেছনে যা হয়েছে সেসব আর সামনে না আনতে। যা হবার তা তো হয়ে গেছে। ভাবনায় এখন শুধুই শ্রীলঙ্কা ম্যাচ উল্লেখ করে মাশরাফি বলেন, ‘আমি মনে করি আমাদের অবশ্যই আগামীকালের (মঙ্গলবার) ম্যাচে মনোযোগ দেয়া উচিত। অতীতে যা ঘটেছে সেটা নিয়ে চিন্তা করার সময় এখন না। কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও এমন প্রশ্ন ছিল যে, আমরা ওইমাঠে দুইবার জিতেছি এবং কী ঘটবে। এই ম্যাচে আমরা খারাপ ভাবে হেরেছি। সুতরাং, এভাবে কিছুই ভাববার নেই। আমাদের খেলতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করতে হবে। ম্যাচটি জিততে হবে এবং তারপরে আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা ঠিক পথেই আছি।’

মাশরাফি আরও বলেন, ‘এখানে চাপমুক্ত হবার কোনও সুযোগ নাই। এখানে সব প্রতিপক্ষই সমান। এই যেমন আগামীকাল (মঙ্গলবার) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ। আমরা যেমনটা ভাবছি, ঠিক তারাও তাদের প্ল্যান অনুযায়ী খেলবে। তবে দিনশেষে আমদের জয়টা চাই, ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই। তাই আমাদের প্রথম বল থেকেই সেভাবে খেলতে হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত