বাফুফের অফিসিয়াল স্পন্সর টিভিএস

প্রকাশ | ১০ জুন ২০১৯, ২০:৪৭

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অফিসিয়াল স্পন্সর হিসেবে আগামী দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে টিভিএস।

১০ জুন (সোমবার) এই ঘোষণা দিয়েছে তারা। টিভিএস লোগো সম্বলিত জার্সি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও অন্যান্য খেলোয়ারদের কাছে হস্তান্তর করা হয়েছে।

টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড চলতি মাসে বিশ্বকাপ ও এশিয়া কাপের কোয়ালিফায়ার রাউন্ড দিয়ে ফুটবল দলের সঙ্গে স্পন্সর যাত্রা শুরু করবে। এ দুই বছরে বিশ্বকাপ, এশিয়া কাপ কোয়ালিফায়ার ছাড়াও আন্তজার্তিক প্রীতি ম্যাচ ও বিএফএফ ইন্টারন্যাশনাল কাপও রয়েছে। এছাড়াও টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর হয়েছে।

এ উপলক্ষে টিভিএস মোটর কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আর দীলিপ বলেন, ‘আমরা- টিভিএস মোটর কোম্পানি সবসময় বাংলাদেশের যুবকদের দৃঢ়ভাবে সাপোর্ট করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকি যারা আমাদের মূল কাস্টমারের একটি বিশাল অংশ।’

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশ ফুটবল দলের স্পন্সর হতে পেরে খুবই আনন্দিত। আমি বিশ্বাস করি, এই উদ্যোগটি বাংলাদেশ ফুটবল দলের আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের প্রচেষ্টাকে উৎসাহিত করবে। যদিও বাংলাদেশ ফুটবল দলের সাথে এটা আমাদের প্রথম সংযুক্তি কিন্তু এদেশের ক্রীড়াঙ্গনে সহযোগীতার দীর্ঘ ইতিহাস আমাদের রয়েছে যেটা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। আমরা বাংলাদেশ ফুটবল জাতীয় দলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।’

এ চুক্তির বর্ণনা দিতে গিয়ে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জে. একরাম হুসাইন বলেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা বাংলাদেশ ফুটবল দলের অফিসিয়াল স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হতে পেরেছি। ফুটবল জনপ্রিয়তার দিক থেকে বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম খেলা এবং বিভিন্ন বয়সী দর্শকদের মধ্যে এর অতুলনীয় জনপ্রিয়তা রয়েছে। টিভিএস সব সময়ই বাংলাদেশের যুবকদের সাথে ভালো কাজ করতে চায় এবং এজন্য সর্বাত্মক চেষ্টা করে থাকে। আমরা বিশ্বাস করি এই সংযুক্তি বাংলাদেশের মোটরসাইকেলের গ্রাহক শ্রেণির সাথে টিভিএস-এর কাঙ্ক্ষিত সম্পর্ক তৈরি করবে।’