ইংলিশদের কাছে বিশাল ব্যাবধানে হেরেছে বাংলাদেশ

প্রকাশ : ০৯ জুন ২০১৯, ০১:২৬

২০১৯ ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেভারিট দল স্বাগতিক ইংল্যান্ডের হেরেছে বাংলাদেশ। যদিও কার্ডিফের মাঠে টাইগারদের এটাই প্রথম হার।

৮ জুন (শনিবার) কার্ডিফে ইংলিশদের কাছে ১০৬ রানে হেরেছে টাইগাররা।

এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে ইংলিশদের ওপেনিংটা শুরু হয় দারুন। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৮৬ রান করে ইংলিশরা। দলের হয়ে সর্বোচ্চ ১২১ বলে ১৪ চারে ৫ ছক্কায় ১৫৩ রান করেন ওপেনার জেসন রয়। ৫০ বলে ৬ চারে ৫১ রান করেন আরেক ওপেনার জনি বেয়ারস্টো। ২৯ বলে ১ চারে ২১ রান করে ফিরেন জো রুট।

এরপর ৪৪ বলে ২ চার ৪ ছক্কায় ৬৪ রানের ঝরো ইনিংস খেলেন উইকেটরক্ষক জস বাটলার। অধিনায়ক ইয়ান মরগ্যান ৩৩ বলে ১ চার ২ ছক্কায় ৩৫ রান করে আউট হন। পরে ক্রিস ওয়াকেস ১৮ এবং লিয়াম প্লানকেট ২৭ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন ও মেহেদী হাসান। ১টি করে উইকেট নেন মাশরাফি ও মোস্তাফিজ।

স্বাগতিকদের দেওয়া ৩৮৭ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ৪৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৮০ রান করে বাংলাদেশ। ম্যাচে ২১ রানের মাথায় (তামিম ১৯ ও সৌম্য ২) ওপেনিং ঝুটি পড়ে গেলেও দলের হাল ধরেন সাকিব ও মুশফিক। এবারের বিশ্বকাপে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। ১১৯ বলে ১২ চার ১ ছক্কায় ১২১ রান করেন সাকিব। ৫০ বলে ২ চারে ৪৪ রান করেন উইকেটরক্ষক মুশফিক।

পরে মাহমুদউল্লাহ ২৮ ও মোসাদ্দেক ২৬ রানে আউট হন। দলের হয়ে আর কেউ হাল ধরতে না পারায় ইংলিশদের কাছে ১০৬ রানে হেরে যায় বাংলাদেশ।

ইংলিশদের হয়ে জোফরা আর্চার ও বেন স্টোকস ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন মার্ক উড এবং ১টি করে উইকেট নেন লিয়াম প্লানকেট ও আদিল রশিদ।

ম্যাচ সেরা হয়েছেন জেসন রয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত