বাংলাদেশ দলটা বেশ কঠিন: মরগ্যান

প্রকাশ : ০৮ জুন ২০১৯, ১৪:৫৩

সাহস ডেস্ক

‘বাংলাদেশকে যে যেমনটাই ভাবুক না কেন আমি মানি এই দলটা বেশ কঠিন’- বলেছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান।

৮ জুন (শনিবার) কার্ডিফের সোফিয়া গার্ডেনসে বিকেল সাড়ে তিনটায় বাংলাদেশের বিপক্ষে লড়বে এবারের বিশ্বকাপের সবচেয়ে ফেভারিট দল ইংল্যান্ড।

২০১১ সালের পর ২০১৫ সালের বিশ্বকাপেও বাংলাদেশের কাছে হেরেছিল ইংল্যান্ড। দুইবারই টাইগারদের কাছে হেরে বাদ পড়তে হয়েছিল লিগ পর্ব থেকে। এবার কি তবে মাঠে নামার আগে মরগ্যান বেশ সতর্ক টাইগারদের নিয়ে!

সতর্ক হওয়াটাই স্বাভাবিক মরগ্যানের। দেশের গণ্ডি পেরিয়ে ব্রিটিশ ভূমেও যে চমক দেখাচ্ছে বাংলাদেশ তাতে সতর্ক না হয়ে উপায় কি। চলতি আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরু। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে তো হারিয়েই দিচ্ছিল ২৪৫ রানের লক্ষ্য দিয়েও।

অথচ যেখানে সাড়ে তিন’শ রানও নাকি নিরাপদ না কোনও দলের জন্য। সেখানে বাংলাদেশ এত কম রান করেও নিউজিল্যান্ডকে ৫০ ওভার পর্যন্ত নিয়ে গিয়েছিল।

বাংলাদেশ ম্যাচের আগে মরগ্যান বলেন, ‘ম্যাচটা বেশ কঠিন হবে। তারা খুব ভালো দল। বাংলাদেশকে কে কেমন ভাবে আমার জানা দরকার নেই তবে আমি জানি বাংলাদেশ বেশ ভয়ানক দল। তাদের যে ক’জন অভিজ্ঞ খেলোয়াড় আছে তারা আমাদের দলের অভিজ্ঞদের চাইতেও অভিজ্ঞ। ভয়টা এখানেই। তবু আশা করছি আমরা ভালো খেলব এবং জিতব।’

২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার তিক্ত অভিজ্ঞতা এড়িয়ে যেতে চাইলেও বলতে হলো মরগ্যানকে।

মরগ্যান বলেন, ‘ওই ম্যাচ হেরে আমাদের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল, যেটিতে আমি খেলেছি। শুধু বাংলাদেশের বিপক্ষে ম্যাচ বলেই নয়, ওয়েলিংটনে নিউজিল্যান্ডের কাছে হারটাও পরে আমাদের আরও সামনে এগিয়ে যেতে সহায়তা করেছে।’

সেবার বাংলাদেশের কাছে হেরে গত চার বছরে কতটা বদলে গেছে মরগ্যানের দল সেটা সবার জানা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত