দ. আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের

প্রকাশ : ০৩ জুন ২০১৯, ০১:১৭

২০১৯ ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দলীয় দুর্দান্ত পারফর্মেন্সে দক্ষিণ আফ্রিকার মতো শক্ত প্রতিপক্ষকে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপে শুভ সূচনা করল বাংলাদেশ।

২ জুন (রবিবার) ওভালে প্রোটিয়াদের ২১ রানে হারিয়েছে টাইগাররা। এর আগে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু করেছিল ফাফ ডু’প্লেসিরা।

এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান করে বাংলাদেশ। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের তৃতীয় উইকেটে ১৪২ রানের জুটিতে রেকর্ড পার্টনারশিপে ভর করে দক্ষিণ আফ্রিকার সামনে ৩৩১ রানের বিশাল লক্ষ্য চেপে দেয় টাইগাররা। সাকিব ও মুশফিক ছাড়াও ব্যাট হাতে নজর কাড়েন মাহমুদুল্লাহ, সৌম্য সরকার৷

দলের হয়ে ৮৪ বলে ৮ চার ১ ছক্কায় ৭৫ রান করেন সাকিব। ৮০ বলে ৮ চারে ৭৮ রানের অনবদ্য ইনিংস খেলেন মুশফিক৷ ৩৩ বলে ৩ চার ১ ছক্কায় ৪৬ রান করেন মাহমুদুল্লাহ। ৩০ বলে ৯ চারে ৪২ রান করেন সৌম্য সরকার। ২০ বলে ৪ চারে ২৬ রান করেন মোসাদ্দেক হোসেন। ২১ বলে ২ চার ১ ছক্কায় ২১ রান করেন মহম্মদ মিঠুন ও ২৯ বলে ২ চারে ১৬ রান করেন তামিম ইকবাল৷

প্রোটিয়াদের হয়ে ২টি করে উইকেট নেন ফেলুকাওয়ো, মরিস ও ইমরান তাহির৷

৩৩১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রানেই থেমে যায় দক্ষিণ আফ্রিকা৷

দলে হয়ে ৫৩ বলে ৫ চার ১ ছক্কায় ৬২ রান করেন অধিনায়ক ফাফ ডু’প্লেসি। ৫৬ বলে ৪ চারে ৪৫ রান করেন মার্করাম। ৩৭ বলে ৪ চারে ৪৫ রান করেন জে পি ডুমিনি। ৩৮ বলে ২ চার ১ ছক্কায় ৪১ রান করেন দার দাসেন। ৪৩ বলে ২ চারে ৩৮ রান করেন মিলার এবং বাকী সবাই খুব ভালো একটা স্কোর করতে না পারায় বাংলাদেশের কাছে ২১ রানে হেরে যায় দক্ষিণ আফ্রিকা।

টাইগারদের হয়ে মোস্তাফিজুর ৩টি, সাইফুদ্দিন ২টি ও সাকিব, মেহেদী ১টি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত