১৪ বছর পর চ্যাম্পিয়ন লিভারপুল

প্রকাশ | ০২ জুন ২০১৯, ১৩:২৯ | আপডেট: ০২ জুন ২০১৯, ১৩:৩২

অনলাইন ডেস্ক

২০১৯ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের অল ইংলিশ ফাইনালে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে ১৪ বছর পর শিরোপা চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। 

১ জুন (শনিবার) দিবাগত রাতে মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিট্যানো স্টেডিয়ামে পচেত্তিনোর দল টটেনহ্যামকে ২-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল লিভারপুল।

এদিন ম্যাচে কাগজে-কলমে এগিয়ে ছিল লিভারপুল। ম্যাচের দুই মিনিটেই পেনাল্টিতে গোল করেন মোহাম্মদ সালাহ। ৮৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন দিভোক ওরিগি।

ডি বক্সের মধ্যেই ছিলেন সাদিও মানে। তাঁর শট টটেনহামের সিসোকোর হাতে লাগে। আর এতেই পেনাল্টি পায় লিভারপুর। পেনাল্টিতে সালাহ সোজা শট নেন, যাতে পরাস্ত হন হুগো লরিস। লিভারপুল যখন উল্লাসে ফেটে পড়েছে তখন ম্যাচের বয়স মাত্র দুই মিনিট। পরে পুরো ম্যাচটা সাদামাটা ভাবেই এগিয়েছে। অ্যালিসনের দুর্দান্ত গোলকিপিংয়ে লিভারপুলের রক্ষণে কোনো ফাটল ধরানো যায়নি। বিশেষ করে সন হিউং-মিনের দুর্দান্ত শট ফিরিয়ে দেন অ্যালিসন। সনকে একাধিকবার হতাশ করেছেন অ্যালিসন। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে ব্যবধান বাড়ায় লিভারপুল। কোনাকুনি শটে লরিসকে পরাভূত করেন ওরিগি।

১৪ বছর পর ইউরোপ সেরার খেতাব অর্জন করল লিভারপুল। টটেনহ্যামকে প্রথমবারের মতো ফাইনালে নিয়ে যান কোচ পচেত্তিনো। ইনজুরি থেকে ফেরা হ্যারি কেইনকে মাঠে নামিয়েও দিয়েছিলেন তিনি। কিন্তু কাজে আসেনি কৌশল।