জোড়া গোলের জয় দিয়ে চেলসিকে বিদায় জানালেন হ্যাজার্ড

প্রকাশ : ৩০ মে ২০১৯, ১৩:০৭

সাহস ডেস্ক

উয়েফা ইউরোপা লিগের অল ইংলিশ ফাইনালে এডেন হ্যাজার্ডের জোড়া গোলে আর্সেনালকে হারিয়ে শিরোপা চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। এই জয় দিয়ে চেলসিকে সরাসরি বিদায় জানালেন বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড।

২৮ বছর বয়সী চেলসি ফরোয়ার্ড শিরোপা জয়ের পর এমন ইঙ্গিতই দেন। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন হ্যাজার্ড। এখন ‘দুই ক্লাবের অপেক্ষায়’ আছেন জানিয়েছেন তিনি।

বিটি স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় হ্যাজার্ডের কন্ঠে ছিল সরাসরি চেলসি ছাড়ার ইঙ্গিত, ‘আমি মনে করি এটা বিদায় হতে যাচ্ছে, কিন্তু ফুটবলে কোন কিছু নিশ্চিত নয়।’

চেলসি কোচ মাউরিসিও সারির মুখেও ছিল একই সুর, ‘আমি জানি সে (হ্যাজার্ড) চেলসি ছাড়তে চায় এবং আমি তার সিদ্ধান্তকে সম্মান করি।’

ইতালিয়ান কোচ আরো বলেন, ‘সে অসাধারণ একজন খেলোয়াড়। তার মনুষ্যত্ব বুঝতে আমার মাত্র দুই থেকে তিন মাস সময় লেগেছে। আমি বুঝেছি, সে চমৎকার একজন মানুষও।’

২০১২ সালে ফরাসি ক্লাব লিলে ছেড়ে চেলসিতে যোগ দেন হ্যাজার্ড। ব্লুজদের হয়ে প্রিমিয়ার লিগে ২৪৫ ম্যাচে ৮৫ গোল করেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত