বাংলাদেশের বিপজ্জনক ক্রিকেটার সাকিব: পন্টিং

প্রকাশ : ২৬ মে ২০১৯, ১৯:৪৫

সাহস ডেস্ক

২০১৯ বিশ্বকাপে সব দলের বিপজ্জনক ক্রিকেটার নিয়ে ধারাবাহিক ভাবে বিশ্লেষণ করে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব ওয়েব সাইড। সেখানে বাংলাদেশ দলের বিপজ্জনক ক্রিকেটা ও অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানকে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার সফল সাবেক অধিনায়ক রিকি পন্টিং।

অজিদের দু’বার বিশ্বকাপ জিতানো এই অধিনায়কের মতে, ‘বাংলাদেশের বিপজ্জনক ক্রিকেটার সাকিব। সে অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। মাঠের সব দিক দিয়ে রান করতে পারে সে। স্কোয়াডে বেশি শক্তিশালী সে। এছাড়া ব্যাকওয়ার্ড পয়েন্ট ও থার্ডম্যানেও ভাল শট খেলতে পারে।’

সাকিবকে স্মার্ট ও চালাক ক্রিকেটার হিসেবে আখ্যা দেন পন্টিং। সাবেক অজি অধিনায়কের কাছে মনে হয়, বল হাতেই সাকিবের চতুরতা প্রকাশ পায়। পন্টিংয়ের মতে, ‘সাকিব কতোটা চালাক তা বোঝা যায় যখন সে বল করে। বলে তেমন বাক নেই কিন্তু অসাধারণ তার গতি বৈচিত্র। সবসময় আক্রমণাত্মক সে। অন্য স্পিনারের চেয়ে আর্ম বল সে বেশি ব্যবহার করে। এখন বাকি স্পিনারদের চেয়ে সে আলাদা। বেশিরভাগ স্পিনার রান আটকাতে চায়। কিন্তু সাকিব অন্যভাবে থাকে। প্রথম কয়েকটি বলে সে ব্যাটসম্যানকে ক্রিজে আটকে রাখে। এরপর গতি-বৈচিত্র এনে অপেক্ষা করবে কখন ব্যাটসম্যান তাকে মারতে আসবে।’

পন্টিং আরোও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি সাকিব ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটও খেলেছে। অভিজ্ঞতাও ভাল। তার এ অভিজ্ঞতাই বাংলাদেশ দলের কাজে লাগবে। সে ও তামিম ইকবাল এবারের বিশ্বকাপে ভাল করবে বলে আমি মনে করি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত