মোহামেডানের বিপক্ষে রোমাঞ্চকর ড্র করেছে ব্রাদার্স

প্রকাশ : ২৩ মে ২০১৯, ১১:৫৩

সাহস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দ্বিতীয় পর্বের প্রথমার্ধে মোহামেডানের বিপক্ষে তিন গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে মানাফ রাব্বির জোড়া গোলে এক রোমাঞ্চকর ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন। 

২২ মে (বুধবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে নিকোলাস ভিত্রোভিচের শিষ্যরা।

লিগের প্রথম সাক্ষাতে মোহামেডানকে ১-০ ব্যবধানে হারিয়েছিল ব্রাদার্স। এবার প্রতিশোধ নিতে পূর্ণশক্তির দল নামায় মোহামেডান। এছাড়া গত দুই ম্যাচ জয়ের আত্মবিশ্বাসও ছিল তাদের।

সেই লক্ষ্যে এগিয়ে যায় মোহামেডান। ২৩ মিনিটে সতীর্থ সুলেমান দিয়াবাতের পাস থেকে কোনাকুনি ভল্যিতে ব্রাদার্সের জালে বল জড়িয়ে দেন তকলিস আহেমদ। এরপর দুই মিনিটের ঝড়ে ব্যবধানটা ৩-০ করেন মোহাম্মদ ইউসুফ সিফাত। ৪২ ও ৪৪ মিনিটে জোড়া করেন তিনি।

বিরতির পর ঘুরে দাঁড়াতে চেষ্টা করে ব্রাদার্স। ৬৯ মিনিটে গোলশোধের সুযোগও পেয়ে যায়। প্লেসিং শটে মোহামেডানের জালে বল পাঠান মানাফ রাব্বি। ৮২ মিনিটে ব্যবধানটা আরেকবার ব্যবধান কমান শফিকুল ইসলাম শফি। ৮৮ মিনিটে আবার মঞ্চে হাজির রাব্বি। তার জোড়া গোলের সুবাদে রোমাঞ্চকর ড্র নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স।

অবশ্য চলতি মৌসুমে স্বস্তিতে নেই ব্রাদার্স। ১৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার ১২তম স্থানে। আর ১৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ব্রাদার্সের চেয়ে দুই ধাপ ওপরে মোহামেডান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত