বেটিসের কাছে হেরে চলতি মৌসুমটা দুঃস্বপ্নের মতোই কাটাল রিয়াল

প্রকাশ : ১৯ মে ২০১৯, ২১:২২

সাহস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে রিয়াল বেটিসের বিপক্ষে হেরে চলতি মৌসুমটা দুঃস্বপ্নের মতোই কাটাল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

১৯ মে (রবিবার) সান্তিয়াগো বার্নাব্যুতে বেটিসের কাছে ২-০ গোলে হেরেছে জিনেদিন জিদারে দল।

এদিন গ্যারেথ বেল, টনি ক্রুস আর থিবো কর্টোসকে বেঞ্চে রেখেই শুরু করে রিয়াল। প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি। দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে আন্দ্রেস গোয়ার্দাদোর কাছ থেকে বল পেয়ে ডান পায়ের শটে স্বাগতিক শিবিরকে স্তব্ধ করে দেন লরেন মরোন।

৭৫ মিনিটে আরও এক গোল করেন রিয়াল মাদ্রিদেরই সাবেক ফরোয়ার্ড হেসে রদ্রিগেজ। জুনিয়র ফিরপোর পাস থেকে বাঁ পায়ে জাল কাঁপান তিনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে টেবিলের দশ নাম্বার দল রিয়াল বেতিস।

এতে ১২ হার নিয়ে মৌসুম শেষ করলো রিয়াল মাদ্রিদ, পয়েন্ট ৬৮। ২০০১-০২ মৌসুমের এটিই সবচেয়ে কম পয়েন্ট লস ব্লাঙ্কোসদের। ১২ হারও ১৯৯৮-৯৯ মৌসুমের পর তাদের প্রথম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত