রিলিজ হয়েছে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের থিম সং (ভিডিও)

প্রকাশ : ১৯ মে ২০১৯, ১৪:৪১

সাহস ডেস্ক

আর মাত্র ১০ দিন পর ইংল্যান্ড-ওয়েলসের মাটিতে গড়াতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ক্রিকেট বিশ্বকাপ ২০১৯। এই বিশ্বকাপকে সামনে রেখে যাবতীয় অপেক্ষার অবসান ঘটিয়ে পূর্বনির্ধারিত সূচি মেনেই আসন্ন বিশ্বকাপের থিম সং রিলিজ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

আয়োজক ইংল্যান্ডের সাংস্কৃতিক বৈচিত্র্যর সঙ্গে বিশ্ব ক্রিকেটের মূল মঞ্চে অংশ নিতে চলা দলগুলোর ক্রিকেট উন্মাদনা মিলিয়ে তৈরি হয়েছে এই থিম সং।

গানটির নাম ‘স্ট্যান্ড বাই’। দ্বাদশ বিশ্বকাপের এই থিম সংটি গেয়েছেন ইংলিশ তরুণ পপ তারকা লরিন। দেশটির জনপ্রিয় ব্র্যান্ড রুডিমেন্টালের অংশগ্রহণও রয়েছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসরে।

আসন্ন বিশ্বকাপে অংশ নেয়া দলগুলো হলো- বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।

খেলা হবে মোট ১১টি ভেন্যুতে। ভেন্যুগুলো- লর্ডস, এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ড, রোজ বোল, দ্য ওভাল, ওল্ড ট্রাফোর্ড, রিভারসাইড গ্রাউন্ড, হেডিংলি, ট্রেন্টব্রিজ, কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড, সোফিয়া গার্ডেনস ও টাউনটন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত