শিরোপার পাশাপাশি শীর্ষস্থানটাও হারিয়েছেন সিমোনা হালেপ

প্রকাশ : ১২ মে ২০১৯, ১৪:০৬

সাহস ডেস্ক

মাদ্রিদ ওপেনের ফাইনালে সিমোনা হালেপকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা জয় চ্যাম্পিয়ন হয় ডাচ তারকা কিকি বার্টেন্স। এই হারে মেয়েদের এককের শীর্ষস্থান ও শিরোপা দু’টোই হারালেন রোমানিয়ান টেনিস সেনসেশন।

১১ মে (শনিবার) রাতে সিমোনা হালেপকে ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়েছেন ডাচ তারকা কিকি।

সেমিফাইনালে জিতে জাপানি তারকা নাওমি ওসাকার কাছ থেকে সিংহাসন উদ্ধার করেছিলেন হালেপ। তবে ফাইনালে হারায় আবার দ্বিতীয় স্থানে নেমে যাচ্ছেন ২৭ বছর বয়সী তারকা। পুনরায় শীর্ষস্থানে উঠছেন দু’টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ওসাকা।

মাদ্রিদের ক্লে-কোর্টে জিতে সবচেয়ে বড় লাফটা দিচ্ছেন বার্টেন্স। সোমবারের মধ্যে এক লাফে সাত থেকে র্যাংকিংয়ের চতুর্থ স্থানে বসছেন তিনি। ডাচ নারী টেনিস ইতিহাসে যা হতে যাচ্ছে সর্বোচ্চ এবং কোনো সেট না হেরেই নারী টেনিসে মাদ্রিদ ওপেন জিতে রেকর্ড গড়লেন বার্টেন্স।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত