উইন্ডিজকে সহজেই হারিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

প্রকাশ | ০৮ মে ২০১৯, ০০:১৩

আয়ারল্যান্ড ত্রিদেশী সিরিজে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা ওয়েস্ট ইন্ডিজকে খুব সহজেই হারিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ। অথচ এর আগে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের এ’দলের বিপক্ষে ভালো ভাবেই হেরেছিল টাইগাররা। আর সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে ১৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বেশ ফুরফুরা মেজাজেই ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশের এ জয় শুধু ক্যারবিয়দের বিপক্ষেই নয়, আয়ারল্যান্ডের কনকনে শীতের বিপক্ষেও।

৭ মে (মঙ্গলবার) ডাবলিনের ক্যাসেল এভিনিউতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ ওভার ও ৮ উইকেটে হারিয়েছে টাইগাররা।

বাংলাদেশকে শুধু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেই নয়, লড়াই করতে হয়েছে আয়ারল্যান্ডের হাড় কাঁপানো শীতের সঙ্গেও। সঙ্গে যোগ হয়েছিল সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত পারফরম্যান্সও। সব মাথায় রেখেই আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামতে হয়েছে বাংলাদেশকে।

এদিন টসে জিতে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ওভার খেলে ৯ উইকেট হারিয়ে মোট ২৬১ রান করে ক্যারবিয়রা। দরের হয়ে গত ম্যাচে ১৭০ রানের ইনিংস খেলা শাই হোপ আজও খেললেন ১০৯ রানের ইনিংস। আরেক ব্যাটসম্যান রোস্টন চেজ খেলেন ৫১ রানের ইনিংস। এছাড়া বাকিদের কেউই দেখা পাননি বড় ইনিংসের।

ক্যারিবিয় দুই ওপেনারের দুর্দান্ত শুরুর পরও শেষ পর্যন্ত আটকে যায় মাশরাফি-সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে। মাশরাফি ১০ ওভারে ৪৯ রান দিয়ে নেন ৩ উইকেট। সাকিব আল হাসান ১ উইকেট নিলেও ১০ ওভারে দেন মাত্র ৩৩ রান। এছাড়া সাইফউদ্দিন ১০ ওভার করে ৪৭ রান দিয়ে নেন ২ উইকেট, মেহেদী মিরাজ ১০ ওভারে ৩৮ রান দিয়ে নেন ১ উইকেট। চোট কাটিয়ে দলে ফেরা মুস্তাফিজ ২ উইকেট নিলেও ১০ ওভারে দেন ৮৪ রান।

২৬১ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ৪৫ ওভার খেরে ২ উইকেট হারিয়ে ২৪৬ রান করে সহজেই জিতে যায় বাংলাদেশ। তবে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল আর সৌম্য সরকারের জুটি অবিচ্ছেদ্য ছিল ১৪৪ রান পর্যন্ত। দুজনেই তুলে নেন অর্ধশতক।

তবে শত রান পর্যন্ত লম্বা করতে পারেননি ইনিংস। রোস্টন চেজকে ছয় হাঁকাতে গিয়ে সৌম্য সাজঘরে ফেরেন ৬৮ বলে ৭৩ রান করে ডোয়াইন ব্রাভোকে ক্যাচ দিয়ে।

এরপর তামিম ইকবালও দ্বিতীয় উইকেট জুটিতে সাকিবকে নিয়ে এগুচ্ছিলেন ঠিকঠাক। কিন্তু হঠাৎই যেন খেই হারালেন। দলীয় ১৯৬ রানের মাথায় ১১৬ বলে ৮০ রান করে বিদায় নেন তামিম।

পরে সাকিবকে সঙ্গ দেন মুশফিকুর রহিম। মুশফিককে নিয়ে সাকিব পূর্ণ করেন অর্ধশতক। ব্যাটিংয়ে নেমে সাকিবকে কিছুটা অগোছালো দেখা গেলেও সেই সাকিবই দলকে নিয়ে যান জয়ের বন্দরে। সাকিব খেলেন অপরাজিত ৬১ রানের ইনিংস। শেষদিকে মুশফিকের ব্যাটে আসে ২৫ বলে ৩২ রান। তাতে ২ উইকেট হারিয়ে ৩০ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।

উইন্ডিজদের হয়ে শানন গেব্রিয়েল ও রোস্টন চেজ ১টি করে ইউকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন ক্যারবিয় ওপেনার শাহী হোপ।