বাংলাদেশকে ২৬২ রানের টার্গেট উইন্ডিজ

প্রকাশ : ০৭ মে ২০১৯, ১৯:৪২

সাহস ডেস্ক

আয়ারল্যান্ড ত্রিদেশী সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে আগে ফিল্ডিং করেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে শাই হোপের সেঞ্চুরির উপর ভর করে মাশরাফিদের দুর্দান্ত বলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬১ রান করে উইন্ডিজ। ২৬২ রানের টার্গেটে ব্যাট করতে নামবে টাইগাররা।

৭ মে (মঙ্গলবার) ডাবলিনের ক্যাসল পার্কে চলছে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচ। টস জিতে ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ অধিনায়ককে।

টাইগার বোলারদের কৃতিত্ব দিতেই হয় প্রথম ইনিংস শেষে। শুরুর দিকে মোহাম্মদ সাইফউদ্দিন কিছুটা খরুচে হলেও লাগামটা টেনে ধরেছিলেন মাশরাফি আর সাকিব। এরপর যোগ হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।

ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিয়ান দুই ওপেনার দুর্দান্ত শুরু করলেও সেটি টেকেনি বেশীক্ষণ। ১৬ ওভার ২ বলের মাথায় সুনীল অ্যামব্রিসকে ৩৮ রানে সাজঘরের পথ ধরান প্রথম ওভার করতে আসা মিরাজ।পরের ওভারে দ্বিতীয় বলের সময় ডোয়াইন ব্রাভোকে ফেরান সাকিব আল হাসান।

তবে রোস্টন চেজকে নিয়ে দলীয় ৯০ রান থেকে ২০৫ রানে নিয়ে গিয়ে তবেই থামেন হোপ। ১১৫ রানের এই জুটিতে হোপের সঙ্গে চেজও তুলেন নেন অর্ধশতক। শেষ পর্যন্ত ৬২ বলে ৫১ রান করে ক্যাচ দেন মাশরাফির বলে।

এরপর ক্যারীবয় অধিনায়ক জেসন হোল্ডারকেও নিজের শেষ ওভারে ফেরান মাশরাফি। শেন ডওরিচকে ৬ রানে ফেরান আরেক পেসার সাইফউদ্দিন। 

দুর্দান্ত শুরু করা ক্যারিবীয়রা শেষ পর্যন্ত আটকে যায় মাশরাফি-সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে। 

৫০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৬১ রান।

মাশরাফি ১০ ওভারে ৪৯ রান দিয়ে নেন ৩ উইকেট। ১০ ওভার করে সাইফউদ্দিন দেন ৪৭। উইকেট নিয়েছেন দুটি।  চোট কাটিয়ে দলে ফেরা মুস্তাফিজ ২ উইকেট নিলেও ১০ ওভারে দেন ৮৪ রান। 

সাকিব আল হাসান ১ উইকেট নিলেও ১০ ওভারে দেন মাত্র ৩৩ রান। এ ছাড়া মেহেদী মিরাজ নেন ১টি করে উইকেট।  ডান-হাতি এই স্পিনার দিয়েছেন ৩৮ রান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত