বাছাইকৃত ৫৩ জন ফুটবলারকে চুক্তি করেছে বিডিডিএফএ

প্রকাশ | ০৭ মে ২০১৯, ১৭:২৭

অনলাইন ডেস্ক

শেখ কামাল অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট আয়োজন করে সেখান থেকে যে ৫৩ জন ফুটবলার বাছাই করেছিল বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন (বিডিডিএফএ), তাদের সঙ্গে ৫ বছরের চুক্তি করেছে সংগঠনটি।

৬ মে (সোমবার) রাজধানীর একটি হোটেলে খেলোয়াড়দের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বিডিডিএফএ।

বাছাই করা খেলোয়াড়দের নিয়ে ১ জুলাই চট্টগ্রামে শুরু হবে বছরব্যাপী আবসিক প্রশিক্ষণ ক্যাম্প। চুক্তি অনুযায়ী খেলোয়াড়রা প্রথম ছয় মাসের পর দেশের বাইরে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে।

এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলগুলোর সাথেও খেলবে চারটি প্রীতি ম্যাচ। ছয় মাস পর খেলোয়াড় কমিয়ে ৫৩ থেকে ৩৫ করা হবে। যাদের পাঠানো হবে দেশের বাইরে কোন ফুটবল অ্যাকাডেমিতে।

একই অনুষ্ঠানে শেখ কামাল অনূর্ধ্ব-২০ ফুটবলের চ্যাম্পিয়ন রাজশাহী ও রানার্সআপ খুলনা বিভাগকে প্রাইজমানি প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিডিএফএ মহাসচিব তরফদার মো. রুহুল আমিন। তিনি বলেন, ‘দেশের ৬৪ জেলাকে সম্পৃক্ত করে একটি টুর্নামেন্ট শেষ করার পর অর্ধশত খেলোয়াড় বাছাই করে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে। দেশের ফুটবলে এটি একটি বিরল ঘটনা। আশা করি প্রশিক্ষণ শেষে ফুটবল অঙ্গন পাবে এক ঝাঁক মান সম্পন্ন খেলোয়াড় যারা মাঠ কাঁপাবে।’