মেসির জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পথে বার্সা

প্রকাশ : ০২ মে ২০১৯, ০৪:৩৩

উয়েফা চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে কাতালান ক্লাব বার্সেলোনা মুখোমুখি হয়েছে বর্তমানে দারুন ফর্মে থাকা ইংলিশ ক্লাব লিভারপুল। তবে চলতি লিগে দারুন ফর্মে থাকা আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্ষুদে জাদুকর লিওনেল মেসির জোড়া গোলে লিভারপুলকে হারিয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রাখলো স্বাগতিক বার্সেলোনা। আর এই দুই গোলের মধ্য দিয়েই ৬০০ গোলের মালিক হয়ে নতুন মাইলফলক স্পর্স করেন এলিয়েন ক্ষ্যত মেসি।

১ মে (বুধবার) দিবাগত রাত ১টায় ন্যু ক্যাম্পে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় পেয়েছে আর্নেস্তো ভালভার্দে দল। এদিন অন্য গোলটি করেছেন লুইস সুয়ারেজ।

এদিন ম্যাচের শুরু থেকে ১৫ মিনিট বার্সেলোনার রক্ষণে গতি আর ‘স্পিড পাসিং’র পসরা সাজিয়ে বসেছিলেন সালাহ-মানেরা। আচমকা একেকটা আক্রমণ ঠেকাতে রীতিমত হিমশিম খেয়েছেন জেরার্ড পিকে-সার্জি রবার্তোরা। তবে কোনো বিপদ ঘটাতে পারেনি মানে-সালাহরা। উল্টো ১৩তম মিনিটে মেসিকে ঠেকাতে গিয়ে নিজেদের ডি-বক্সে হ্যান্ড বল করেছিলেন ভ্যান ডাইক। পেনাল্টির আবেদন করে বার্সা। কিন্তু রেফারি তা মানতে অস্বীকৃতি জানান। রিপ্লেতে অবশ্য দেখা গেছে বল ভ্যান ডাইকের হাতে লেগেছিল, কিন্তু সেটা ইচ্ছাকৃত নয়।

ম্যাচের ২৬তম মিনিটের সময় লিভারপুলের চাপ বাড়িয়ে দিয়ে দলকে লিড এনে দেন গোলের অপেক্ষায় থাকা লুইজ সুয়ারেজ। জর্ডি আলবার নিচু করে বাড়ানো বলে পা ছুঁইয়ে বল জালে জড়ান বার্সেলোনার উরুগুইয়ান এই স্ট্রাইকার। চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে এটাই সুয়ারেজের প্রথম গোল। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ গোলে মাঠ ছাড়ে দু’দল।

বিরতি থেকে ফিরে এসে দারুন শুরু করে লিভারপুল। ৪৭ ও ৫৩তম মিনিটে তাদের দুটো দারুণ প্রচেষ্টা টের স্টেগানের দক্ষতার কাছে হার মানে। এরপর আরও কয়েকবার সালাহ-মানেদের সাজানো-গোছানো আক্রমণ বার্সার ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয়।

পরে ম্যাচের ৭৫তম মিনিটে ব্যবধান বাড়ান মেসি। যদিও গোলটি হতে পারত সুয়ারেজের দ্বিতীয়, কিন্তু তার অসাধারণ শট বারে লেগে ফিরে এলে ফিরতি শটে বল জালে জড়িয়ে দেন বার্সা অধিনায়ক।

এরপর ম্যাচের ৮২তম মিনিটে মেসিকে ফাউল করে হলুদ কার্ড দেখেন লিভারপুলের ফ্যাবিনহো। ৩০ গজ দূরে থেকে নেওয়া ফ্রি-কিকে অবিশ্বাস্য এক গোল করে বসেন মেসি। মেসি শট নিলে লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন তাঁর ডান পাশে লাফিয়ে পড়লেন বটে, কিন্তু মেসির নেওয়া শটে বলের নাচন থামাবে সাধ্য কার! ততক্ষণে উল্লাসে ফেটে পড়েছে ন্যু ক্যাম্পের গ্যালারি ঠাসা দর্শকেরা। ইয়ুর্গেন ক্লপের মুখেও চড়া হাসি!

শেষ পর্যন্ত ৩-০ গোলে ইয়ুর্গেন ক্লপের লিভারপুলকে হারিয়ে জয় নিয়ে মাঠে উল্লাসে মেতে উঠে কাতালানরা।

ম্যাচ শেষে মেসিকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিতে ভুল করেননি লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ।

আগামী ৮ মে (বুধবার) আনফিল্টে ফাইনাল খেলার লক্ষ্যে স্বাগতিক লিভারপুলের মুখোমুখি হবে বার্সেলোনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত