টটেনহ্যামকে হারিয়ে ফাইনালের পথে আয়াক্স

প্রকাশ : ০১ মে ২০১৯, ১২:৩১

সাহস ডেস্ক

চলতি মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত খেলে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ম্যানচেস্টার সিটির মতো দলকে হারিয়ে সেমিফাইনালে মুখোমুখি হয়েছে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে। এই সেরা চারের লড়াইয়ের প্রথম লেগে টটেনহ্যামকে হারিয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রাখল আয়াক্স।

৩০ এপ্রিল (মঙ্গলবার) দিবাগত রাতে স্বাগতিক টটেনহ্যামকে ১-০ গোলে হারিয়েছে এরিক তেন হেগের শিষ্যরা।

এদিন ম্যাচে স্বাগতিক দলটিকে হতাশায় ডুবিয়ে ম্যাচের ১৫তম মিনিটে লিড নেয় আয়াক্স। হাকিমের জিয়েচের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় ফিনিশিং দেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড ফন ডি বেক। ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড অফসাইডে ছিলেন কিনা ভিএআরের সাহায্যে দেখে গোলের বাঁশি বাজান রেফারি।

ম্যাচের শুরুর দিকেই হজম করা এ গোল আর শোধ করতে পারেনি টটেনহ্যাম। ইনজুরির কারণে হ্যারি কেইন এবং নিষেধাজ্ঞার কারণে সন হিং মিনের মতো তারকা খেলোয়াড়রা না থাকায় ভুগতে হয়েছে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের।

আগামী ৮ মে আয়াক্সের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে নির্ধারিত হবে কারা যাবে ফাইনালে। সে ম্যাচে অন্তত ২-১ গোলের ব্যবধানে জিততে হবে টটেনহ্যামকে। এ ম্যাচের মতো ১-০ ব্যবধানে জিতলে নিষ্পত্তি হবে টাইব্রেকারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত