বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে বাংলাদেশ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৯, ২২:০৬

সাহস ডেস্ক

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মনিকা চাকমা, মার্জিয়া ও তহুরা খাতুনদের গোলে মঙ্গোলিয়াকে হারিয়ে খুব সহজেই ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ।

৩০ এপ্রিল (মঙ্গলবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যায় মঙ্গোলিয়াকে ৩-০ গোলের জয়ে ফাইনালে উঠেছে ছোটনের দল।

এদিন শুরুতে অনেক গোলের সুযোগ নষ্ট করে বাংলাদেশ। তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল করে দলকে এগিয়ে নেন মনিকা চাকমা। মনিকা চাকমার বাঁ পায়ের চমৎকার ভলিতে মঙ্গোলিয়ার জালে পাঠান বল। বাংলাদেশ শিবিরে স্বস্তি আসে।

ম্যাচে ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। মনিকা চাকমার বাড়ানো বল ধরে মার্জিয়া বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে নিখুঁত প্লেসিং শটে গোল করেন।

৮৫ মিনিটে বাংলাদেশের তৃতীয় গোল করেন বদলি স্ট্রাইকার তহুরা খাতুন। মনিকার পাস থেকে বল পেয়ে তহুরার শট মঙ্গোলিয়ার এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়।

আগামী ৩ মে (শুক্রবার) একই মাঠে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে লাওস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত