আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, ইনশাআল্লাহ: মাশরফি

প্রকাশ | ৩০ এপ্রিল ২০১৯, ১৯:১৩

অনলাইন ডেস্ক

জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘আমাদের ক্রিকেট দলে যারা আছেন, আপনারা শুনলে হয়তো খুশি হবেন। আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, ইনশাআল্লাহ। এবং সবাই প্রায় ওমরা হজ করে ফেলেছি। শুধু তাই না, আমরা যখন বিদেশ সফরে থাকি তখন আমাদের ইমাম সাহেব থাকেন হয় মুশফিক না হয় মাহমুদউল্লাহ রিয়াদ।’

গত রবিবার বসুন্ধরা হাউজিংয়ে হাফেজে কোরআনদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে মাশরাফি বলেন, ‘আমরা জাতীয় দলের ক্রিকেটাররা সবাই জামাত করে নামাজ আদায় করি। ক্রিকেট বোর্ড থেকে আমাদের জন্য একটা আলাদা রুম আছে। যেখানে আমরা সবাই নামাজ পড়ি।’

বিশ্বকাপে অংশ নিতে আগামীকাল ১ মে (বুধবার) ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে প্রত্যাশিত খেলার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে মাশরাফি বলেন, ‘আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাচ্ছি। আমরা যেন ভালো কিছু করতে পারি, দেশের সম্মান বয়ে নিয়ে আসতে পারি।’