আয়ারল্যান্ড সিরিজের ম্যানেজার নান্নু, বিশ্বকাপে সুজন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৯, ১৫:৪৯

সাহস ডেস্ক

আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপ সফরে অংশ নিতে আগামীকাল বুধবার দেশ ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সব মিলিয়ে প্রায় আড়াই মাসের দীর্ঘ সফর হওয়ায় জাতীয় দলের ম্যানেজার হওয়ার ব্যাপারে অপারগতা প্রকাশ করেছেন খালেদ মাহমুদ সুজন।

তবে তখনই এ ব্যাপারে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছিলেন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ না হলেও, বিশ্বকাপে সুজনই যাবেন টাইগারদের ক্রিকেটারদের ভালোমন্দ দেখভাল করার অভিভাবক হিসেবে।

ঘটলোও ঠিক তাই। আগামী ৫ মে থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়েছে দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে এবং পরে বিশ্বকাপে ম্যানেজারের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন।

ক্রিকেট বোর্ডে উচ্চ পর্যায়ের অতি নির্ভরশীল সূত্র নিশ্চিত করেছে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় শেষ হওয়ার পর ১৭-১৮ মে'তে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন খালেদ মাহমুদ সুজন এবং মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। দেশে ফিরে আসতে পারেন মিনহাজুল আবেদিন নান্নু।

ভেতরের খবর আয়ারল্যান্ডে তিন জাতি ক্রিকেট টুর্নামেন্টটি শুধুই বিশ্বকাপের প্রস্তুতি আসর হিসেবে গণ্য হবে না। কারো কারো জন্য এটা অলিখিত ট্রায়ালও। বাড়তি যে ৪ জনকে উড়িয়ে নেয়া হয়েছে- ইয়াসির আলি রাব্বি, নাইম হাসান, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা এবং মূল স্কোয়াডে থাকা রুবেল হোসেনসহ ইনজুরি শঙ্কা রয়েছে অন্তত দুইজনের।

কাজেই কে জানে আয়ারল্যান্ডের এ ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্সের ওপর হয়তো কপাল পুড়তে পারে বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের স্কোয়াডে থাকা কারো, আবার বদলে যেতে পারে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে থাকা বাড়তি ৪ জনের যে কারো ভাগ্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত