পেনাল্টি মিস করে বাংলাদেশকে সেমিতে পৌঁছে দিল আমিরাত

প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৯, ২১:৩৩

সাহস ডেস্ক

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে প্রথম ও উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে হারিয়ে সহজ জয় পায় বাংলাদেশ। এই জয়ে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখে লাল-সবুজরা।

২৪ এপ্রিল (বুধবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কিরগিজস্তানের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করেছে আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের দেশটি হেরে যাওয়ায় সেমিফাইনালে খেলা নিশ্চিত করে লাল-সবুজের দলের মেয়েরা।

এদিন ম্যাচের ছয় মিনিটের মাথায় গোল পায় কিরগিজস্তান। কর্নার কিক থেকে সোজা প্রতিপক্ষের গোল পোস্টে বল জড়ান বরনবেকোভা আইজহান।

ছয় মিনিট পর আরও একধাপ এগিয়ে যায় কিরগিজ বাহীনি। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ইয়ারিসবেক কিজি কেনজহিবুবু।
তবে প্রথমার্ধের শেষ ধাপে এসে পাল্টা জবাব দেয় আমিরাত। ৪০তম মিনিটে পেনাল্টির মাধ্যমে গোলটি তুলে নেন শাহেদ খালেদ আল জারকান।

বিরতের পর মাঠে নামে ঘুরে দাঁড়ায় আরব আমিরাত। আক্রমণ চালিয়েছে বেশ কয়েকটি। ৬৮তম মিনিটে আরেকটি পেনাল্টি পায় তারা। কিন্তু পেনাল্টি কাজে লাগাতে পারেনি আমিরাত। বদলি খেলোয়াড় সেনধিয়া ঘারিব আলমাজরৌয়ি গোল পোস্টের ওপর দিয়ে বল পাঠিয়ে দেন। এতে কপাল পুড়ে আমিরাতের।

৮৪তম মিনিটে কিরগিজ ফরোয়ার্ড বরনবেকোভা আমিরাতের শাহেদ খালেদের মুখে হাত দিয়ে আঘাত করলে লাল-কার্ড দেখান চাইনিজ তাইপের রেফারি ওয়ান চি।

শেষ পর্যন্ত ১০ জন নিয়েও কোনো গোল হজম করতে হয়নি কিরগিজস্তানকে। এতে বাংলাদেশের সঙ্গে সেমিতে পৌঁছে গিয়েছে কিরগিজরাও।

আগামী ২৬ এপ্রিল (শুক্রবার) একই ভেন্যুতে কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। ওই ম্যাচে জয় পেলেই বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে যাবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত