কাতারের দোহায় অ্যাথলেটিক্সে কমবয়সী হাসান

প্রকাশ : ২২ এপ্রিল ২০১৯, ১৮:৩১

সাহস ডেস্ক

কাতারের দোহায় চলমান এশিয়ার সবচেয়ে বড় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা এশিয়ান চ্যাম্পিয়নশিপে সবচেয়ে কমবয়সী প্রতিযোগী বাংলাদেশের হাসান মিয়া। বিকেএসপির দশম শ্রেণির ছাত্র হাসানের জন্ম ২০০৪ সালের ৩ জানুয়ারি।

বয়স মাত্রই ষোলোতে পড়েছে। এশিয়ার ৪৫ দেশের প্রায় ১০০০ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছেন এবারের আসরে। এর মধ্যে বাংলাদেশের হাসান মিয়াই সবচেয়ে কম বয়সী অ্যাথলেট।

বিকেএসপির দশম শ্রেণির ছাত্র হাসান মিয়া দেশের দ্রুততম মানব হয়েছিলেন গত বছর জুলাইয়ে জাতীয় সামার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। ১০০ মিটার স্প্লিন্টে ১০.৮০ সেকেন্ড সময় নিয়ে পেছনে ফেলেছিলেন ৭ বারের চ্যাম্পিয়ন মেজবাহ আহমেদকে।

গত জানুয়ারিতে জাতীয় চ্যাম্পিয়নশিপে নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইলের কাছে দ্রুততম মানবের খেতাব হারালেও টাইমিং কমিয়ে এনেছিলেন ১০.৩০ সেকেন্ডে। সেই হাসান মিয়া দেশের গন্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনেও আলো ছড়িয়েছেন। কাতারের দোহায় চলমান ২৩তম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারের দৌড়েছেন ১০.৮৬ সেকেন্ডে।

ঘরোয়া আসরের চেয়ে সময় বেশি লাগলেও এশিয়ান চ্যাম্পিয়নশিপের মতো আসরে তিনি করেছেন আন্তর্জাতিক মিটে সেরা টাইমিং। এর আগে ২০১৮ সালে শ্রীলংকায় তৃতীয় সাফ জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে হাসান মিয়া ১০০ মিটারে সময় নিয়েছিলেন ১১.১৫ সেকেন্ড।

মাত্র ১৬ বছর বয়সী কিশোরের এত বড় মঞ্চে টাইমিং ভালো করা বিশাল কৃতিত্বই। বয়স কম বলে আয়োজকরা তার ডিএনএ পরীক্ষা করেছেন বলেও দোহা থেকে জাগো নিউজকে জানিয়েছেন বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু।

এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন বাংলাদেশের ৫ অ্যাথলেট। তারা হলেন- বাংলাদেশ নৌবাহিনীর মো. ইসমাইল, শিরিন আক্তার, সোহাগী আক্তার এবং বিকেএসপির জহির রায়হান ও মো. হাসান মিয়া।

বিকেএসপির জহির রায়হানের শরীর ভালো ছিল না। জ্বর নিয়েই জহির অংশ নিয়েছিলেন ৪০০ মিটারে। দৌড়েছেন ৪৮.৫১ সেকেন্ডে। জহির এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। ২৪ এপ্রিল তার পরীক্ষা আছে। তাই তিনি সোমবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। বাকিরা আসবেন পরে।

বাংলাদেশের অ্যাথলেটদের মধ্যে সোহাগী আক্তারের ২০০ মিটার স্প্লিন্ট বাকি। মঙ্গলবার তার এ ইভেন্টের মধ্যে দিয়ে শেষ হবে বাংলাদেশের এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ।

দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার ১০০ মিটারে সময় নিয়েছেন ১২.৭২ সেকেন্ড। গত সামারে তিনি স্বর্ণ জিতেছেন ১২.২০ সেকেন্ড সময় নিয়ে। ১০০ মিটারে সোহাগী আক্তার সময় নিয়েছেন ১২.৭৮ সেকেন্ড। ১০০ মিটারে দেশের দ্রুততম মানব মো. ইসমাইল হোসেনের টাইমিং ১১.১৭ সেকেন্ড।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত