কার্ডিফ সিটিকে হারিয়ে পয়েন্ট টেবিলের ইতিহাস গড়ল লিভারপুল

প্রকাশ | ২২ এপ্রিল ২০১৯, ১৬:৩৯

অনলাইন ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে জিনি ভাইনালডাম ও জেমস মিলনারের গোলে কার্ডিফ সিটিকে হারিয়ে ইতিহাসে সর্বোচ্চ পয়েন্টের ক্লাব রেকর্ড গড়েছে লিভারপুল। এ জয়ে ফের ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে শীর্ষে উঠে এলো ইয়র্গান ক্লপের শিষ্যরা।

২১ এপ্রিল (রবিবার) রাতে কার্ডিফ সিটি স্টেডিয়ামে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শির্ষে উঠেছে লিভারপুল।

লিভারপুল এই মৌসুমে এখন পর্যন্ত ৩৫টি ম্যাচ খেলেছে। যেখানে ২৭ জয়ের বিপরীতে ৭টি ড্র ও মাত্র একটি ম্যাচে হেরেছে। তবে লিগে এখনও তিন ম্যাচ বাকি থাকতেই রেকর্ড বইয়ে নাম লেখালো দলটি।

১৯৯২ সাল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন যাত্রা শুরু হয়। এর আগে অবশ্য দেশটির শীর্ষ পর্যায়ে লিগে ১৯৭৮-৭৯ মৌসুমে ৯৮ ও ১৯৮৭-৮৮ মৌসুমে ৯০ পয়েন্ট অর্জন করেছিল লিভারপুল।

এদিনের জয়ে ক্লপ শিষ্যরা ম্যানসিটি থেকে দুই পয়েন্ট এগিয়ে গেল। যদিও পেপ গার্দিওলার অধীনে সিটি তাদের থেকে একটি ম্যাচ কম খেলেছে। আর লিগে এখন অ্যানফিল্ডের দলটি হার্ডাসফিল্ড, নিউক্যাসেল ও উলভসের বিপক্ষে খেলবে। এছাড়া এই মৌসুমে যদি দলটি তারা চ্যাম্পিয়ন হয়, তবে ১৯৮৯-৯০ মৌসুমের পর প্রথমবার ট্রফির চুমু খাবে।