ম্যানইউকে বিধ্বস্ত করলো এভারটন

প্রকাশ : ২২ এপ্রিল ২০১৯, ১৬:১৯

সাহস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার উইনাইটেডকে বিশাল ব্যাবধানে হারিয়েছে এভারটন। যদিও এর আগে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে হেরে বড় ধাক্কা খেয়েছিল ম্যানইউ।

২১ এপ্রিল (রবিবার) রাতে গুডিসন পার্কে ম্যানইউকে ৪-০ গোলে হারায় স্বাগতিকরা। প্রিমিয়ার লিগের ইতিহাসে ইউনাইটেডের বিপক্ষে এভারটনের এটাই সবচেয়ে বড় জয়।

ম্যাচের প্রথমার্ধেই দুর্দান্ত দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এভারটন। ১৩তম মিনিটে ইংলিশ ফরোয়ার্ড ডমিনিক কালভার্ট-লুইনের বাড়ানো বল পেয়ে বাইসাইকেল কিকে জাল দুর্দান্ত গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিশার্লিসন। ২৮তম মিনিটে আচমকা শটে ব্যবধান দ্বিগুণ করেন গিলফি সিগুর্দসন।

দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে তৃতীয় গোল হজম করে ইউনাইটেড। তখনই অনেকটা কোণঠাসা হয়ে পড়ে দলটি। নিজেদের কিছুতেই মেলে ধরার সুযোগ না পেয়েই চতুর্থ গোল খেয়ে বসে। তৃতীয় গোলটি করেন ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে।

আর থিও ওয়ালকটের গোলে স্কোরলাইন ৪-০ করলে ইউনাইটেড পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে যায়। 

৩৪ ম্যাচে ১৯ জয় ও সাত ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে ৪৯ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে এভারটন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত